সকল মেনু

চাঁদপুরে মুক্তিযোদ্ধা দিবস পালন

মাকসুদুল আলম, চাঁদপুর  প্রতিনিধি : চাঁদপুরে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা দিবসের এক আলোচনা সভায় বক্তারা দেশের সব যুদ্ধাপরাধীর বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকার ঘোষনা দিয়েছেন। তারা বলেন, একজন মুক্তিযোদ্ধাও জীবিত থাকলে এই দেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েই যাবে।
১ জানুয়ারি দ্বিতীয় মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধে চাঁদপুর সদর থানা বিএলএফ বাহিনীর কমান্ডার হানিফ পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, ব্রজবল্লভ দাস, মোঃ শাহআলম, অ্যাডভোকেট বিনয় ভ’ষণ মজুমদার।
এর আগে বিকেল তিনটায় মুক্তিযোদ্ধারা দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালি বের করে এবং মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘ অঙ্গীকার’ এর পাদদেশে পুস্পস্তবক অর্পণ করেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top