সকল মেনু

ওয়ানডের ইতিহাসে তাইজুল

হটনিউজ ঢাকা : একদিনের ক্রিকেট ইতিহাসে এই প্রথম বারের মতো অভিষেক ম্যাচে হ্যাট্রিকসহ চার উইকেট নিলেন বাংলাদেশের তাইজুল ইসলাম।

সোমবার মিরপুরের শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।

এদিন ২৭তম ওভারের শেষ বলে পানিয়াঙ্গারাকে বোল্ড করেন তাইজুল। এরপর ২৯তম ওভারের প্রথম বলে ফেরান নুয়াবু আর দ্বিতীয় বলে চাতারাকে ফিরিয়ে হ্যাট্রিক পূরণ করেন তিনি।

ওডিআইয়ের ইতিহাসে এটি ৩৬তম হ্যাট্রিক। বাংলাদেশের চতুর্থ।

ওয়ানডেতে এই কীর্তি প্রথম বার হলেও, টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত তিনজন তাদের অভিষেকে হ্যাট্রিক করেছেন-ইংলিশ মিডিয়াম পেসার মরিস অ্যালম (১৯৩০, প্রতিপক্ষ নিউজিল্যান্ড), কিউই স্পিনার পিটার প্যাথেরিক (১৯৭৬, প্রতিপক্ষ পাকিস্তান) এবং অস্ট্রেলীয় পেসার ডেমিয়েন ফ্লেমিং (১৯৯৪, প্রতিপক্ষ পাকিস্তান)।

একনজরে বাংলাদেশের ওয়ান ডে হ্যাট্রিক

১. ২০০৬ সালে প্রথম হ্যাট্রিক করেন শাহাদাত হোসেন। জিম্বাবুয়ের মাঠে। ওই ম্যাচে হেরে যায় বাংলাদেশ।

২. ২০১০ সালে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করেন আব্দুর রাজ্জাক। বাংলাদেশের মাটিতে। এবারও প্রতিপক্ষ জিম্বাবুয়ে। তবে জয়ী দলের নাম বাংলাদেশ।

৩. ২০১৩ সালে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিক করেন রুবেল হোসেন। এবারও জয়ী দলের নাম বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top