সকল মেনু

দিশেহারা সফরকারী জিম্বাবুয়ে

হটনিউজ ঢাকা :: অভিষিক্ত তাইজুলে ঘূর্ণি আর সাকিব, জুবায়েরের আঘাতে দিশেহারা সফরকারী জিম্বাবুয়ে। মাশরাফি বাহিনীর অটোসাটে বোলিংয়ে দেড়শো রানের কোটা পেরোতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ৩০ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

সোমবার মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরুতেই রাজার উইকেট তুলে নেন মাশরাফি।

এরপর মাসাকাদজার ব্যাটে ভালো সূচনা পেলেও তা স্থায়ী হতে দেয়নি তাইজুল, সাকিব, জুবায়ের। অভিষিক্ত তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে চিগুম্বুরারা।
অভিষিক্ত তাইজুল সাত ওভার বল করে ১১ রান খরচায় তুলে নেন চার উইকেট। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নেন তিন উইকেট। সাকিবও সাত ওভার বল করে ৩০ রানে তিন উইকেট শিকার করেন।

এছড়া জুবায়ের দুই এবং অধিনায়ক মাশরাফি নেন এক উইকেট।

২০০৬ সালের পর আরো একটি (৫-০) বাংলাওয়াশের কাছাকাছি টাইগাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top