সকল মেনু

ভারত ও বাংলাদেশের ছিট মহল বাসির মুখে হাসির ঝলক

কুড়িগ্রাম প্রতিনিধি :: দীর্ঘ দিন ধরে নির্যাতন আর অবহেলার শিকার ভারত-বাংলাদেশের ১৬২ ছিট মহলের নাগরিক অধিকার বঞ্চিত হাজার হাজার ছিটমহল বাসি গত ৩দিন থেকে শুরু হওয়া ভারতের কেন্দ্রিয় সরকারের লোক সভার শীতকালীন অধিবেশনকে সামনে রেখে আশায় বুক বেধে আছে। ১৯৭৪ইং সালের ইন্দ্রিরা- মুজিব চুক্তির অধিনস্থ ছিটমহল বিনীময় চুক্তি এবার বাস্তবায়ন বিল পাশ হবে এমন বুক ভরা আশা নিয়ে প্রতিক্ষার প্রহর গুনছে ছিটমহলবাসী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমুদি ও পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমোতা বঙ্গোপধ্যায়ের ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন বিল পাশে একত্বতা ছিটমহলবাসির মাঝে হাসির ঝিলিক পড়েছে। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের উপহার স্বরুপ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছিট মহল উপহার দিবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদি। এমন খরব বাংলাদেশ ও ভারতের গনমাধ্যমে প্রকাশিত হওয়ায় অবহেলিত ছিট মহলবাসির স্বপ্ন বাস্তবায়নের আশায় অধুরতা বেড়েযায়। এখরবরে বাংলাদেশ ও ভারতের ছিট মহলে দেখাদেয় আনোন্দ উল্লাস বাংলাদেশ ও ভারত ছিটমহল বিনিময় সম্বনয় কমিটির বাংলাদেশ ইউনিটের নেতৃত্বদানকারী কুড়িগ্রামের ফুলবাড়ী অভ্যান্তরে অবস্থিত ভারতিয় ১৫০ নং ছিটমহল দাসিয়ারছড়ায় দেখা গেছে ছিটমহলবাসীর হাসিমুখ। এই ছিট মহলে শিশু অয়োবৃদ্ধা মিলে প্রায় ১৫ হাজার বাসিন্দার মাঝে এই হাসির ঝলক ছড়িয়ে পড়েছে। ছিট মহলবাসীর বুকের দীর্ঘশাস এখন যেন আর বুকে নেই। কালোছটা মুখ খানিতে বিরাজ করছে মৃদ হাসির আলো। সবাই যেন তৈরি হয়ে আছে ভারত ও বাংলাদেশ সরকারকে স্বাগত জানাতে। ছিট মহল বিনিময়ের জন্য অন্দোলনকারী ছিট মহল নেতা গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, মোজাফ্ফর হোসেন, মনিরউদ্দিন, রফিকুল ইসলাম, আয়নাল হক, নুর আলম, ও নুরইসলাম সহ অনেকে জানান, তারা আশায় বুক বেধেছেন, এবার ছিট মহল চুক্তির বাস্তবায়ন হবে বলে। তারা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদি ও পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমোতা বঙ্গোবধ্যায়ের অক্যবদ্ধ আগ্রহে ১৯৭৪ সালের ঝুলে ধাকা ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নে ফলপ্রসু সম্ভাবনাকে স্বাগত জানাছেন। দুই দেশের সরকারের কাছে তাদের দাবি এই বছরের ডিসেম্বর মাসের মধ্যেই ছিট মহল বিনিময় চুক্তি বাস্তবায়ন করে অসহায় অবহেলিত নাগরিক অধিকার বঞ্জিত দুই দেশের হাজার হাজার অভিশাপ্ত ছিটমহল বাসিকে কষ্ট ও দুঃদর্শার হাত থেকে মুক্ত করুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top