সকল মেনু

ইবি শিক্ষার্থীর মৃত্যু : ভিসির বাংলোসহ ৪০ বাসে আগুন

হটনিউজ,ইবি প্রতিনিধি :: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেইন গেটে রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বাসের চাপায় এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের পরিবহনসহ ৪০টি গাড়িতে আগুন ও প্রশাসনিক ভবনে ভাংচুর চালাচ্ছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিহত তৌহিদুর রহমান টিটু (২১) বায়োটেক এ্যান্ড জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুরে।
বাসে ওঠার জন্য টিটু হ্যান্ডেল ধরলে ওই অবস্থাতেই বাসচালক গাড়িটি ছেড়ে দেয়। এ সময় ভারসাম্য রাখতে না পেরে গাড়ি থেকে ছিটকে পড়েন রনি। চলন্ত বাসটি মোড় নিলে টিটুর মাথা এর নিচে পড়ে থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়া করা ৪০টি গাড়িতে আগুন দিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনিক ভবনসহ অন্যান্য ভবনে ভাঙচুর চালাচ্ছে তারা।
এদিকে ভাঙচুর ঠেকাতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ সময় তিন ছাত্র আহত হয়েছে বলে জানা গেছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top