সকল মেনু

ম্যানইউর জয়, চেলসি গোলশূন্য ড্র

হটনিউজ ডেস্ক :: চলতি মৌসুমে সবচেয়ে বেশি ইনজুরিতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। বলতে গেলে ইনজুরিতে অনেকটা জর্জরিত ম্যানইউ শিবির। ইনজুরির কারণে আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়াকে হালসিটির বিপক্ষের ম্যাচে উঠিয়ে নেয়া হয়। খেলতে পারেননি আরো বেশ কয়েকজন খেলোয়াড়। তারপরও জয় তুলে নিয়েছে লুইস ফন গালের শিষ্যরা। ওল্ড ট্র্রাফোর্ডে শনিবার তারা ৩-০ গোলের জয় তুলে নিয়েছে।ম্যানইউর জয়ের দিনে পয়েন্ট খুইয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা চেলসি। তারা গোলশূন্য ড্র করেছে সান্ডারল্যান্ডের সঙ্গে।ম্যাচের ১৬ মিনিটে কর্নার কিক থেকে পাওয়া বল ৬ গজ দূর থেকে জালে জড়ান ম্যানইউর ক্রিস স্মালিং। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে রবিন ফন পার্সি ও ওয়েন রুনির দারুণ বোঝাপড়ায় আরো একটি গোলের দেখা পায় ম্যানইউ (২-০)। অধিনায়ক রুনি সতীর্থ পার্সির সহায়তায় গোলটি করেন। ২ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিশ্রামে যায় রুনি-পার্সিরা।বিরতির পর কিছুটা রক্ষণাত্মক ঢংয়ে খেলে ম্যানইউ। ৬৬ মিনিটে আন্দ্রে হেরেরার সহায়তায় গোলের দেখা পান ফন পার্সিও। তার গোলে ভর করে রেড ডেভিলসরা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। অবশ্য বাদবাকি সময়ে আর কোনো গোল হয়নি।এই জয়ের ফলে ১৩ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমসংখ্যাক ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হোসে মরিনহোর চেলসি।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top