সকল মেনু

এসএসসি প্রস্তুতি : ব্যবসায় উদ্যোগ

১। দ্রব্য বিনিময় ব্যবসায় ক্রমবিকাশের কোন যুগের অন্তর্গত?

ক. আধুনিক খ. প্রাচীন

গ. মধ্য ঘ. প্রাগৈতিহাসিক

২। মাছ ধরা কোন শিল্পের অন্তর্গত?

ক. নিষ্কাশন খ. উৎপাদন

গ. প্রজনন ঘ. সেবা

৩। বাণিজ্য কোন ধরনের বাধা দূর করে?

i. স্বত্বগত

ii. রূপগত

iii. সময়গত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪। পুঁজিবাদী সমাজের মাধ্যমে সৃষ্ট বৈষম্য কিসের মাধ্যমে দূর হয়?

ক. রাষ্ট্রীয় ব্যবসায়

খ. সমবায় সমিতি

গ. অংশীদারী ব্যবসায়

ঘ. যৌথ মূলধনী ব্যবসায়

৫। ব্যবস্থাপনার কোন কাজকে নেতৃত্বের সাথে তুলনা করা যায়?

ক. প্রেষণা খ. সমন্বয় সাধন

গ. নির্দেশনা ঘ. কর্মী সংস্থান

৬। ফ্র্যানচাইজিয়ের মাধ্যমে ব্যবসায় শুরু করার সুবিধাসমূহ হলো-

i. বাজারজাতকরণ সুবিধা

ii. কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা

iii. বেশি পরিমাণ বিনিয়োগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭। কোন ধরনের নেতৃত্বে কর্মীদের কাছে নেতার জবাবদিহি করতে হয়?

ক. গণতান্ত্রিক খ. আমলাতান্ত্রিক

গ. স্বৈরতান্ত্রিক ঘ. মুক্ত

৮। কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য নিবন্ধকের নিকট জমা দিতে হয়-

i. বিবরণপত্র

ii. নিবন্ধনপত্র

iii. ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

ফল বিক্রেতা মি. মামুন তাঁর দোকানের ফলগুলোকে এমনভাবে সাজান, যাতে ক্রেতারা সহজেই আকৃষ্ট হয়।

৯। উদ্দীপকে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য মি. মামুন কোন কৌশল ব্যবহার করেন?

ক. প্রমিতকরণ খ. বিজ্ঞাপন

গ. পর্যায়িতকরণ ঘ. দোকান সজ্জাকরণ

১০। অংশীদারি ব্যবসায়ের চুক্তি হতে পারে-

i. লিখিত

ii. মৌখিক

iii. নিবন্ধিত

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

১১। নিচের কোনটি আইনগত পরিবেশের উপাদান?

ক. ভোক্তা আইন

খ. আইনশৃঙ্খলা

গ. সরকারি নীতিমালা

ঘ. আন্তর্জাতিক সম্পর্ক

অনুচ্ছেদটি পড়ো এবং ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

কবির হোসেন একজন চাকরিজীবী। ছুটিতে গ্রামের বাড়ি বেড়ানো শেষে ঢাকায় ফেরার সময় সবজি ক্ষেত দেখে তিনি মুগ্ধ হন। এরপর কৃষকের কাছ থেকে ১৫ কেজি সবজি কেনেন।

১২। উদ্দীপকে বর্ণিত বণ্টন প্রণালীতে কোন পক্ষ নেই?

i. উৎপাদক

ii. খুচরা ব্যবসায়ী

iii. পাইকার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩। উদ্দীপকের কর্মকাণ্ডের কারণে-

ক. উৎপাদনকারী লাভবান হন

খ. বণ্টন প্রণালী দীর্ঘ হয়

গ. মধ্যস্থ ব্যবসায়ী লাভবান হন

ঘ. ক্রেতার ক্রয়মূল্য বৃদ্ধি পায়

১৪। ব্যবসায় প্রকল্প প্রণয়নের শেষ ধাপ কোনটি?

ক. ধারণা মূল্যায়ন

খ. প্রতিবেদন প্রণয়ন

গ. প্রকল্প নির্বাচন

ঘ. প্রকল্প ধারণা চিহ্নিতকরণ

১৫। মাইক্রোস্ক্রিনিংয়ের বাণিজ্যিক দিকের অন্তর্গত-

ক. বিক্রয় মূল্য

খ. ব্যয় নিরূপণ

গ. অর্থায়নের উপায়

ঘ. বাজার জরিপ

১৬। নতুন প্রকল্প ধারণার উৎসসমূহ হলো-

i. গবেষণামূলক প্রতিবেদন

ii. বেসরকারি প্রকাশনা

iii. নিজের কল্পনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭। নাভানা স্পোর্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা কে?

ক. আবুল কালাম আজাদ

খ. জহুরুল ইসলাম

গ. লুৎফা সানজিদা

ঘ. স্যামসন এইচ চৌধুরী

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

কিশোরগঞ্জে পারিবারিক জমি থাকা সত্ত্বেও জাকির আহমেদ শ্রীমঙ্গলে পাহাড়ি জমি লিজ নিয়ে ভালো মানের আনারস চাষ করেন। এ কাজে তাঁর তিন ভাই ও ১৭ জন কর্মী সাহায্য করেন। ব্যবসায়ে সফলতা পাওয়ায় ২০১২ সালের অর্জিত সমুদয় মুনাফা দিয়ে তিনি নিজ নামে আরো পাঁচ একর জমি লিজ নেন।

১৮। জাকির আহমেদের ব্যবসায়টি কোন ধরনের?

ক. অংশীদারি

খ. সমবায় সমিতি

গ. এক মালিকানা

ঘ. যৌথ মূলধনী কম্পানি

১৯। কোন পরিবেশ বিচেনায় জাকির আহমেদ শ্রীমঙ্গলে আনারস চাষে উদ্বুদ্ধ হলেন?

ক. সামাজিক খ. প্রাকৃতিক

গ. অর্থনৈতিক ঘ. আইনগত

২০। নিচের কোনটির মাধ্যমে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হয়?

ক. নির্দেশনা দান খ. কর্মী সংস্থান

গ. নিয়ন্ত্রণ ঘ. প্রেষণা

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. ক ৩. খ ৪. খ ৫. গ ৬. ক ৭. ক ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. খ

১৮. গ ১৯. খ ২০. গ

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top