সকল মেনু

৬৫ ভুয়া পিএসসি পরিক্ষাথী বহিস্কার, ৬ শিক্ষকের অর্থদন্ড

  সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র থেকে ৬৫ জন ভূয়া শিক্ষার্থীসহ ৬ শিক্ষককে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এ সময় ঐ ৬ শিক্ষককে ১০’ হাজার টাকা করে জরিমানা করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে উপজেলার বড়হর স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে ঐ ভুয়া পরিক্ষার্থী ও শিক্ষকদের আটক করা হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম আলম জানান চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় বৃহস্পতিবার কেন্দ্র পরিদর্শনে যান উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শামিম আলম। এ সময় উপজেলার বড়হর স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীদের কাগজ-পত্র যাচাই-বাছাই করতে গিয়ে ৮টি আনন্দ স্কুলের শিক্ষাথী হিসেবে পরিক্ষা দিতে আসা ৬৫ ভুয়া শিক্ষার্থীকে সনাক্ত করা হয়। একই সাথে ভুয়া শিক্ষার্থীদের সহযোগি ৬ শিক্ষককেও সনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ঐ ৬ শিক্ষককে ১০’হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইনত সাজার অনুপযুক্ত হওয়ায় শিক্ষার্থীদের পরিক্ষা কেন্দ্র থেকে বহিস্কার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top