সকল মেনু

সিরাজগঞ্জে গ্রেফতারকৃত ৫ জেএমবি আবারও ৮ দিনের রিমান্ডে

 সিরাজগঞ্জ প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সমন্বয়ক আব্দুন নুরসহ ৫ জঙ্গীর নামে ২টি মামলায় আবারও ৪দিন করে ৮দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিরাজগঞ্জের একটি আদালত। র‌্যাবের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা শুনানী শেষে এ আদেশ দেন। এরআগে ১ নভেম্বর আদালতের আদেশে ২টি মামলায় ৩দিন করে একই আসামীদের ৬দিন রিমান্ডে নিয়েছিল জিআরপি পুলিশ। র‌্যাব-১২’র সহকারী পরিচালক এন্ডকেশ রোজারীও জানান, ২টি মামলায় ৫ জেএমবি’র নামে ১০দিন করে রিমান্ড আবেদন করলে বিচারক শুনানী শেষে ৪দিন করে মোট ৮দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামীরা হলেন, জেএমবির প্রধান সমন্বয়কারী আব্দুন নূর (৩১), এহসার সদস্য নুরুজ্জামান আরিফ (২৩), নুর ইসলাম ওরফে সাগর (১৮), জেএমবির গায়েরে এহসার সদস্য আবুল কালাম আজাদ (২৭) এবং ফারুক আহম্মেদ (৩২)।  উল্লেখ সিরাজগঞ্জের কড্ডা মহাসড়কের পাশে অবস্থিত শহীদ এম, মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ধুমকেতু ট্রেন থেকে র‌্যাব-১২’র একটি টিম ৩১ অক্টোবর ভোরে তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ৪৯টি ডেটোনেটর, ৪৫ টি বোতাম টাইম সার্কিট, ১০ কেজি পাওয়ার জেল, এক বোতল মধু, ১৫৫ টি সার্কিট, বোমা তৈরীর সরঞ্জাম ও বিপুল পরিমান জেহাদী বইপুস্তক উদ্ধার করা হয়। ৩১ অক্টোবর গভীর রাতে সিরাজগঞ্জ জিআরপি থানায় আসামীদের হাজির করে র‌্যাবের পক্ষ থেকে দু’টি মামলা করা হয়। র‌্যাব-১২’র অপরাধ দমন বিশেষ শাখার উপ-সহকারী পরিচালক (ডিএডি) রেজাউল করিম বাদী হয়ে ৫ জনের নামে সন্ত্রাস বিরোধী এবং বিস্ফোরক দ্রব্য উপাদানবলী আইন মোতাবেক মোট ২’টি মামলা দায়ের করেন। এরপর সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক হায়দার আলী মামলা ২টির তদন্ত শুরু করলে ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক আদেশে মামলা ২টির তদন্তের জন্য র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top