সকল মেনু

যাত্রার নামে অশ্লীল নৃত্য

 মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার দুই থানার গ্রামবাসী রাঙ্গাটিলা গ্রামে জুয়া, যাত্রা, হাউজি, ও অশ্লীল নৃত্যের  বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ বিক্ষুব্দ এলাকাবাসী। সমাবেশে যাত্রার আয়োজকরা হামলা করায় বিক্ষুব্দ এলাকাবাসী ৪টি মোটর-সাইকেলে অগ্নিসংযোগ করেছেন। ২৪ নভেম্বর রোবাবার বিকেলের দিকে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পীরের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  মফুতি মাওলানা আলতাফুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে  ছাত্র-জনতা ও মুসল্লীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ আল্টিমেটাম দিয়ে বলেছে ২৪ ঘন্টার মধ্যে রাঙ্গাটিলা গ্রামের ভিতরে অসামাজিক কার্যকলাপ বন্ধ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন। প্রতিবাদ সমাবশে চলাকালিন সময়ে যাত্রা আয়োজক শমশের নগরের বাজারের স্থানীয় বিএনপির নামধারী শামীম মিয়ার নেতৃত্বে জুয়াড়ী চক্র শরীফপুর ইউনিয়নের চোরাকারবারী চক্রের মূল হোতা আলাল মিয়া গং ১৫/২০টি মোটর সাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দিয়ে সমাবেশে হামলা চালায়। এ সময় প্রতিবাদি বিক্ষুব্দ জনতা ৪টি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে  ৪ জন আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের কাছ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। পরে খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক দাম ও কুলাউড়া থানা পুলিশের উপস্থিতিতে ৪জনকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। প্রতিবাদ সমাবেশে অংশ নেন মাওলানা জোনাইদ আহমদ,মাওলানা কাসেম আহমদ, মাওলানা শুয়াইব আহমদ প্রমুখ নেতৃবৃন্দ। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক দাম মুঠোফোনে যাত্রার সমাবেশে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গগত: কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পীরের বাজার সংলগ্ন রাঙ্গাটিলা গ্রামে এক বাড়ীতে জুয়া, যাত্রা,হাউজি ও অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়। এসব অসামাজিক কাজ বন্ধের জন্য জেলা প্রসাশক ডিসি কামরুল হাসান ও পুলিশ সুপার তোফায়েল আহমদের বরাবরে লিখিত  আবেদন করেছেন। জুয়াড়ীরা জানান, ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মীকে মাসোহারা দিয়ে এসব অসামাজিক কার্যক্রম আয়োজন করা বলে তারা জানান। মৌলভীবাজার জেলা প্রসাশক কামরুল হাসান বলেন, এলাকাবাসীর স্বাক্ষরযুক্ত অশ্লীল নৃত্য ও জুয়া বন্ধের জন্য লিখিত আবেদন করেছে। এ ব্যাপারে প্রসাশন থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top