সকল মেনু

জুড়ীতে বিরল প্রজাতির লজ্জাবতি বানর ধরা পড়েছে

 মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিরল প্রজাতির একটি লজ্জাবতি বানর ধরা পড়েছে। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে  গোয়ালবাড়ী ইউনিয়নের দ্বহপাড়া গ্রামে এ লজ্জাবতি বানটি ধরা পড়ে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গোয়ালবাড়ী ইউনিয়নের দ্বহপাড়া গ্রামের সঞ্জিদ আলী পুত্র মচু মিয়া রাতে বাড়ীতে আসার সময় বাড়ীর কাছে রাস্তায় হঠাৎ দেখতে পায় একটি লজ্জাবতি বানর রাস্থায় পড়ে আছে। তখন সে প্রাণীটি কে উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে আসে। খবর পেয়ে সকাল থেকে আশপাশের লোকজন ওই প্রাণীটিকে এক নজর দেখার জন্য তার বাড়ীতে ভীড় জমায়। জুড়ী উপজেলার গোয়ালবাড়ী  ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহবুউদ্দিন আহমদ  জানান, খাদ্যাভাব দেখা দেয়ায় ওই প্রাণী গুলো লোকালয়ে চলে আসছে। তিনি আরো জানান, বানরটিকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top