সকল মেনু

শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে : দুদু

ঢাকা :: গণতন্ত্র ও মানুষ হত্যার প্রশ্নে এ সরকার ও শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঘোষণার প্রতিবাদে এক নাগরিক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ভোটারবিহীন পুলিশ তন্ত্রের সরকার। তাই দফায় দফায় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি করতে কোনো প্রকার পিছপা হয় না।

মাত্র ৬ মাস আগে এসব তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে উল্লেখ তিনি বলেন, এবার যদি দাম বাড়ানোর ঘোষণা যেদিন করা হবে সেদিন থেকে আন্দোলন শুরু হবে। যা সরকার পতনের আন্দোলনে রূপ নিবে।

এসময় তিনি আলোচনার মাধ্যমে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদনায় / জীবন

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top