সকল মেনু

যশোরে সানজিদা ইন্টারন্যাশনাল স্কুলের লোগো উন্মোচন

রিপন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, যশোর:  বুধবার কেক কেটে যশোরে সানজিদা ইন্টারন্যাশনাল স্কুলের লোগো উন্মোচন করা হয়েছে । যশোর প্রেসক্লাবে বেলা ১১টায় লোগো উন্মোচন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় স্কুলের সমন্বয়ক তৌহিদ-উজ-জামান বলেন, ইংরেজি মাধ্যমের এই স্কুলটি হবে আন্তর্জাতিক মানের। মাল্টিমিডিয়ার পাশাপাশি টকিং ল্যাপটপের মাধ্যমে শিশুদের পড়াশুনার ব্যবস্থা করা হবে। প্রত্যেক শিশুকে একটি করে টকিং ল্যাপটপ বিনামূল্যে সরবরাহ করা হবে- যাতে করে শিশুরা অল্প সময়ে ইংরেজি শব্দসমূহ সঠিকভাবে উচ্চারণ ও শিখতে পারে।প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সেক্রেটারি এসএম তৌহিদুর রহমান, সাবেক সভাপতি ফকির শওকতসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে কেক কাটার মাধ্যমে স্কুলের লোগো উন্মোচন করেন। স্কুলের প্রতিষ্ঠাতা শেখ আল আমিন জানিয়েছেন, আন্তর্জাতিক স্কুলগুলোর অনুকরণে এ স্কুলের শিক্ষাপদ্ধতি প্রণয়ন করা হবে। যশোরকে আধুনিক নগরী হিসেবে গড়তে এবং ডিজিটাল শিক্ষার মাধ্যমে গোটা দেশকে তাক লাগিয়ে দেবার আকাক্সক্ষায় মূলত স্কুলটি প্রতিষ্ঠা করা হচ্ছে। আগামী ২০১৭ সালের জানুয়ারিতে ক্লাস শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top