সকল মেনু

অর্থনৈতিক খাতের পাশাপাশি বাংলাদেশের সামাজিকখাতেও বিনিয়োগে আগ্রহী জার্মানির এম বি এইচ ইলেকট্রিক

হটনিউজ,ঢাকা :: বাংলাদেশের অর্থনীতিতে বিনিয়োগের পাশাপাশি সামাজিক খাতে বিনিয়োগে আগ্রহী জার্মানির বিশ্বখ্যাত প্রতিষ্ঠান এম বি এইচ ইলেকট্রিক। সম্প্রতি, মাম পাওয়ার লিমিটেড আয়োজিত রাজধানীর গুলশানের গার্ডেনিয়া হলে এক অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক কার্লোস মার্টিনেজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাম পাওয়ার লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান আহসানসহ শিল্প ও বাণিজ্য সেক্টরের বিশিষ্ট ব্যক্তিরা। এমবিএইচ ইলেকট্রিক এমসিবি, এমসিসিবি, এসিবি, এটিএস ইত্যাদি সামগ্রীর উৎপাদক এবং মাম পাওয়ার লিমিটেডের একমাত্র পরিবেশক। মাম পাওয়ার লিমিটেড বাংলাদেশের সুইচগিয়ার, ট্রান্সফরমার, সাব-স্টেশন, বিবিটি, ডিস্ট্রিবিউশন বোর্ড ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুত ও বিতরণ করে আসছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top