সকল মেনু

যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রী খুন, আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যৌতুক না পেয়ে রিপা খাতুন নামে ২৫ বছরের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের শ্বাশুরি ও ভাসুরকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায় প্রায় তিন বছর আগে নীলফামারি জেলার জলঢাকা এলাকার আঃ রহমানের মেয়ে রিপা খাতুনের সাথে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাকুরি গ্রামের জীবন আলীর ছেলে মনিরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রিপা খাতুনকে শ্বাররিক ও মানসিকভাবে নির্যাতন করত তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা।

এরই এক পর্যায়ে বুধবার রাতের কোন এক সময়ে তাকে শ্বাসরোধে হত্যার পর মুখে কিটনাশক ঢেলে দেওয়া হয়। পরে সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে সকাল সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় প্রতিবেশীদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নিহতের শ্বাশুড়ি মনোয়ারা খাতুন ও ভাসুর জুনায়েদ আলী কে আটক করে।
এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top