সকল মেনু

কুড়িগ্রামে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে স্থায়িত্বশীল উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুড়িগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহায়তায় আরডিআরএস বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মোঃ জহির উদ্দিন আহমেদ। জেলা প্রশাসক এ বি এম আজাদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনেস্কো-ঢাকার কর্মসূচি বিশেষজ্ঞ কিচি ওয়েসু, সেভ দ্যা চিলড্রেন এর কর্মসূচি পরিচালক তালাৎ মাহমুদ, আরডিআরএসএর প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম খাঁন। বক্তারা স্থায়িত্বশীল উপানুষ্ঠানিক শিক্ষার পরীক্ষা মূলক বাস্তবায়ক কৌশলের আলোকে অভিজ্ঞতা বিনিময় করেন। কর্মশালায় সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও গণ মাধ্যমের কর্মীরা অংশ নেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top