সকল মেনু

প্রকৃত ইতিহাসই বলে দিবে আশুরার তাৎপর্য- কমরুদ্দিন চৌধুরী চৌধুরী

 মৌলভীবাজার প্রতিনিধি: হজরত শাহজালাল ডি ওয়াই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমরুউদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, ইসলামের ইতিহাস সব সময়ই করুন। করুন ইতিহাসের মাঝে আরো করুন হচ্ছে আশুরার ইতিহাস। ইসলামের প্রত্যেকটা ইতিহাস যাচাইয়ের মাধ্যমে ই পাওয়া যাবে কোনটা আসল আর কোনটা নকল। তাই প্রকৃত ইতিহাস জানার জন্য নিরব না থেকে আমাদের জাগ্রত হতে হবে। কারবালার প্রকৃত ইতিহাস যাচাইয়ের মাধ্যমে জানা যাবে আশুরার মূল তাৎপর্য। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামি মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা শাখার আয়োজনে ‘‘ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। প্রধান অতিথি বলেন, বর্তমান যুগ মিডিয়ার যুগ। এ যুগে এসে মুসলামানরা দুই কাফেলায় বিভক্ত হয়ে গেছে। একটি হচ্ছে এজিদি কাফেলা, অন্যটি হোসাইনী কাফেলা। মিডিয়াতে প্রচাররের মাধ্যমে কেউ কেউ এজিদকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছেন, অন্যদিকে আহলে সুন্নতের আক্বিদা হল এজিদ চিরদোষী। এজিদের উপর কিয়ামত পর্যন্ত লা’নাত বর্ষিত হবে। কেননা কারবালার যুদ্ধে শহীদ হওয়া নারী, শিশু ও ইমাম হোসাইন ছিলেন নির্দোষ। তাদের হত্যার জন্য আদেশ কিংবা কারবালার যুদ্ধের হুকুমদাতা ছিল এই এজিদ। সুতরাং এজিদ কখনো নির্দোষ হতে পারে না। শাখা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক আফসার আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহর স্থায়ী কমিটির সদস্য মাওলানা আব্দুল কাইয়ূম সিদিকী, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা এমএ আলীম। এসময় উপস্থিত ছিলেন, জেলা আল ইসলাহর সহ সভাপতি মাওলানা শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, মাওলানা মুহিবুর রহমান, জেলা তালামীযের সভাপতি কাউছার আহমদ, সাবেক সভাপতি শফিকুল আলম সুহেল, ওয়ালিউর রহমান সানী, সহ সাধারণ সম্পদক বেলাল উদ্দিন কামরান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top