সকল মেনু

চাঁদপুরের হাজীগঞ্জ থেকে তিন ডাকাত আটক

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা ডাকাতিকালে এলাকাবাসী ৩ ডাকাতকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রোববার রাত সাড়ে ১০ টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা এলাকার নিশ্চিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত হলেন, নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলার বাহাদুর পুর এলাকার ফকির বাড়ির ইলিয়াসের ছেলে আল আমিন (২৫), একই এলাকার কলছমা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে গোলাম মোস্তফা(২২) ও শ্রীরামপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৫)। আটককৃতরা জানায় তাদেও সাথে মোস্তফা ও রুবেল নামের আরো দুই জন ছিল। তারা পলিয়ে যেতে সক্ষম হয়। সিএনজি চালক শাহাদাত হোসেন জানান, হাজীগঞ্জ থেকে রামগঞ্জে যাওয়ার কথা বলে ৩ যাত্রী আমাকে ১শ ৭০ টাকায় ভাড়া নেন। পথিমধ্যে আরো ২ যাত্রী গাড়িতে উঠেন। ঘটনাস্থলে আসলে তারা সবাই মিলে আমার গলা চেপে ধরে মারধর করে। এ সময় আমি ডাক চিৎকার দেই। আমার চিৎকারে ডাকাতরা সড়কের পাশে ফসলি মাঠে নেমে পড়ে। পরে এলাকাবাসী তাদেরকে ধাওয়া করে ৩ জনকে পিটুনি দেয়। পরে হাজীগঞ্জ থানার পুলিশ গিয়ে ৩ ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে।বিষয়টি হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ-আলম নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top