সকল মেনু

আলাল সহ ৬১ জনের জনের জামিন আবেদন নামঞ্জুর

 কোর্ট রিপোটার,হটনিউ২৪বিডি.কম,ঢাকা: মোহাম্মদপুর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাম্মাৎ জাকিয়া পারভিন শুনানি শেষে এই আদেশ দেন। এরআগে গত ৩০ অক্টোবর ৩ দিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে জামিন প্রার্থনা করেন তার আইনজীবীরা। কিন্তু বিচারক তার জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠান। ওই আদেশে সংক্ষুব্ধ হয়ে আলালের পক্ষে মহানগর দায়রা জজ আদালতে একটি ফৌজদারি রিভিশন (জামিন আবেদন) দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা গত ২৫ অক্টোবর রাতে ও পরের দিন ইসলামি দলগুলোর ডাকা হরতাল ও বিএনপি চেয়ারপারসনের মামলার হাজিরা উপলেক্ষে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ ঘটায়। যানবাহনে অগ্নিসংযোগ ও সরকারী স্থাপনা ধ্বংসের উদ্দেশে গোপন ষড়যন্ত্রে লিপ্ত থাকায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেপ্তার করা হয়। গত ২৫ অক্টোবর করা এই মামলায় মোট ৬৩ জনকে আসামি করা হয়েছে।এছাড়া বিএনপির ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা পল্টন থানার দ্রুত বিচার আইনের একটি মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক তারেক মইনুল ইসলাম ভুইয়া কোন সাক্ষী না আসায় নতুন এই তারিখ ধার্য করেন। গত বছরের ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও ত্রাস সৃষ্টির অভিযোগে ওই দলেরই সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক ও দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীসহ দেড়শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়। দ্রুত বিচার আইনের এ মামলায়  সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামি বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীসহ প্রায় ৪০ আসামি আদালতে উপস্থিত না হওয়ায় তাদের পক্ষে সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে আসামিপক্ষে সময়ের আবেদন মঞ্জুর হওয়ায় সাক্ষী মাহবুবুল হাসানকে ফিরে যেতে হয়েছে সাক্ষ্য না দিয়েই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top