সকল মেনু

সঙ্গীত কবিতায় জলসিঁড়ি পাঠাগারে হেমন্ত সন্ধ্যা

বিজন কৃষ্ণ রায়, দুর্গাপুর(নেত্রকোণা): জেলার দুর্গাপুরে  জলসিঁড়ি পাঠাগার কৃষকদের সম্মান জানিয়ে আয়োজন করে, সঙ্গীত কবিতায় হেমন্ত সন্ধ্যা। শনিবার সন্ধ্যায় অর্ধশত কৃষক অংশ নেয় মুক্ত আলোচনায়। হেমন্তের এ আয়োজনে জানা যায়, মুক্তিযুদ্ধের চেতনা লালন, সংস্কৃতি ঐতিহ্য ধারন এবং শিশু মেধাবিকাশের লক্ষ্যে ২০১২ সাল থেকে গাভিনা গ্রামে‘জলসিঁড়ি পাঠকেন্দ্র’ নামক এ পাঠাগারের কার্যক্রম শুরু হয়েছে এবং পাঠাগার প্রাঙ্গণে স্থাপন হয়েছে কবি নির্মলেন্দু গুণ, বুদ্ধিজীবী যতীন সরকারের আবক্ষ ভাস্কর্য এবং রবীন্দ্র-নজরুল মঞ্চ। জলসিঁড়ি পাঠকেন্দ্র প্রতি বছর সমাজ ও সংস্কৃতিতে অবদান রাখার জন্য গুণীজন সম্মাননা প্রদান এবং সংস্কৃতি, ঐতিহ্যের উৎসব আয়োজন করে। গ্রাম বাংলায় মাঠ ভর্তি ফসল বা কৃষকের উৎসবের ঋতু হেমন্তের ঐতিহ্যকে ধারন করতেই এ আয়োজন বলে জানান জলসিঁড়ি’র সম্পাদক দীপক সরকার।  সঙ্গীত কবিতায় জলসিঁড়ি পাঠাগারে হেমন্ত সন্ধ্যায়  আলোচনা করেন, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান জনাব এমদাদুল হক খান, অধ্যক্ষ শহীদ খান, মফিজ উদ্দিন তালুকদার, ডেভিড অনুপ সাংমা, সাংবাদিক নিতাই সাহা, নজরুল ইসলাম, আল আমীন, তাজউদ্দিন আহমদ শাহীন এবং সঙ্গীত কবিতা পরিবেশন করেন  দীলিপ ঘোষ, লোকান্ত শাওন, আদিত্য কিষাণ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top