সকল মেনু

আফজল খানের পরিবার পরিচয় দিয়ে চাঁদা দাবী;থানায় জিডি

  হটনিউজ ডেস্ক: কুমিল্লা (দঃ) জেলা আ’লীগের যুগ্ম আহবায়ক, বিশিষ্ট্য শিক্ষানুরাগী অধ্যক্ষ আফজল খানের ৩ ছেলের নামে মিথ্যা পরিচয়ে কুমিল্লার বিভিন্ন স্থানে চাঁদাদাবী করে তাদের সুনাম ক্ষুন্ন করায় বড় ছেলে জেলা আ’লীগের সদস্য ও কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান কোতয়ালী থানায় সাধারন ডায়রী করেছেন। জিডি’র বিবরণ থেকে জানা যায়,জেলার আ’লীগ দলীয় প্রভাবশালী নেতা অধ্যক্ষ আফজল খানের ৩ ছেলে যথাক্রমে মাসুদ পারভেজ খান ইমরান,ডাঃ আযম খান নোমান ও নাসরুল্লাহ খান আরমান। তারা সকলেই বাংলাদেশ আ’লীগের রাজনীতির সাথে জড়িত।  সম্প্রতি তারা ৩ ভাইয়ের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করা সহ রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে অজ্ঞাতনামা কিছু ষড়যন্ত্রকারী, কুচক্রীমহল ব্যক্তি বা ব্যক্তিগং তাদের নাম পরিচয়ে বিভিন্ন মোবাইল থেকে তাদের নামে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবী করে আসছে। বিষয়টি তাদের নজরে আসার পর তারা বিষয়টি নিয়ে চিন্তিত ও উদ্বীগ্ন হয়ে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বের করে বিচারের কাঠগড়ায় দাড় করানো প্রয়োজন মনে করে কুমিল্লা কোতয়ালী থানায় পরিবারের পক্ষ থেকে বড় ভাই মাসুদ পারভেজ খান ইমরান গত ৫ নভেম্বর একটি সাধারন ডায়রী করেন। মাসুদ পারভেজ খান ইমরান বলেন, তার পরিবারের সদস্যরা কোনভাবেই চাঁদাদাবী করার সাথে জড়িত নয়। প্রকৃত চাঁদাবাজদের ধরিয়ে দেয়ার জন্য ইমরান খানের এই ০১৭১১-৭৪৭২৭৭ নাম্বারে সরাসরি কথা বলার আহব্বান জানিয়েছেন। তিনি কুমিল্লাবাসীর  সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top