সকল মেনু

সিরাজগঞ্জে বাসদের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী

 সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বাসদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবরে ৯৭ তম বর্ষ পালন করা হয়েছে।৭নভেম্বর সকালে শহরের চৌরাস্তা মোড় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,দুপুরে লাল পতাকা মিছিল ও বিকাল  স্থানীয় বাজার ষ্টেশন স্বাধীনতা স্কয়ারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বাসদের আহবায় কমরেড নবকুমার কর্মকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহিদুল হক মিলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,এডভোকেট আনোয়ার হোসেন,আব্দুল্লাহ আল মামুন,আমির হোসেন তালুকদার,সঞ্জয় কুমার গৌড়,সন্তোষ কুমার বাবু প্রমুখ। বক্তাগণ এসময়,আবারো জ্বালানী তেল,গ্যাসের দাম বৃদ্ধি,লক্ষ লক্ষ শিক্ষার্থীর উচ্চ শিক্ষার পথ অবরুদ্ধ,শ্রমিকদের মজুরী নন্যুতম ১০হাজার টাকা করণ,ঘুষ দুর্নীতি বন্ধ,নদী ভাঙ্গন রোধ,ভূমিহীনদের পুনর্বাসনের ব্যবস্থারসহ ৮দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে ও জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহবান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top