সকল মেনু

কুমিল্লায় অস্ত্রের মুখে দিন দুপুরে ব্যবসায়ীর ৩ লাখ টাকা ছিনতাই

 স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা-চট্রগ্রাম পুরাতন ট্রাঙ্ক রোড এলাকার বারপাড়া থেকে বৃহস্পতিবার দুপুওে অস্ত্রেও মুখে হোন্ডারোহী ৩ সশস্ত্র ছিনতাইকারী গুলি করে ইউসুফ নামের এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৩ লাখ টাকা লুটে নেয়। স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়, জেলার চৌদ্দগ্রাম উপজেলার ছফুয়া নোয়াপুর গ্রামের ইউসুফ নামের এক ব্যবসায়ী  বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা মহানগরীর চকবাজার এলাকার ব্র্যাকব্যাংক থেকে ৩ লাখ টাকা তুলে সিএনজি অটোরিক্সা যোগে চৌদ্দগ্রাম যাওয়ার পথে বেলা ২ টায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া এলাকা সংলগ্ন রাজমণি কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে পেছন থেকে একটি মোটরসাইকেল যোগে ৩ ছিনতাইকারী এসে অস্ত্রেও মুখে সিএনজি’র গতিরোধ করে। পরে ১ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে ব্যবসায়ী ইফসুফের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে ইফসুফের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি আমি থানায় অবহিত করেছি, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top