সকল মেনু

রেলপথ মন্ত্রীর বৌ-ভাত অনুষ্ঠান সিসিটিভির নিয়ন্ত্রণে

হটনিউজ ডেস্ক:  আগামী ১৪ নভেম্বর ২০১৪ তারিখে অনুষ্ঠিতব্য রেলপথ মো: মুজিবুল হক’র বৌ-ভাত অনুষ্ঠানটি ক্লোজ সার্কিট ক্যামেরার  (সিসিটিভির)মাধ্যমে নিয়ন্ত্রণে নেয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো অনুষ্ঠানস্থলকে সিসিটিভির নিয়ন্ত্রণে আনার ইচ্ছা ব্যক্ত  করেছেন ।গত ২৯ অক্টোবর,খামারবাড়ীস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন কমিউনিটি হলে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রীর গায়ে হলুদ অনুষ্ঠানে বহিরাগত ও ছিঁচকে  ছিনতাইকারী এবং পকেটমারদের উৎপাতে প্রায় অর্ধ শতাধিক আমন্ত্রিত অতিথিদের মোবাইল ফোন, মানিব্যাগ, ভ্যানিটিব্যাগ,পার্সসহ ইত্যাদি গুরুত্বপূর্ণ ও মূল্যবান বস্তু খোয়া যায় ।এছাড়া গত ৩১ অক্টোবর কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামে অনুষ্ঠিত বিয়ে অনুষ্ঠানে প্রায় শতাধিক গণ্যমান্য ব্যক্তির মোবাইল ফোন, মানিব্যগ, ভ্যানিটিব্যাগ পার্সসহ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মূল্যবান বস্তু খোয়া যাওয়ায় রেলপথ মন্ত্রী সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিকভাবে এবং আগামী ১৪ নভেম্বরের বৌ-ভাত অনুষ্ঠানটি নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ পুরো অনুষ্ঠানস্থল সম্পূর্ণ ক্লোজ সার্কিট ক্যামেরার(সিসিটিভি) নিয়ন্ত্রণে নেয়ার সিদ্ধান্ত গ্রহন করেছেন এবং আইনশৃঙ্খলা বি বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে শতভাগ সহযোগিতা করার জন্য অনুরােধ করেছেন।মুজিবুল হকের ইচ্ছার প্রেক্ষিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছেন।আগামী ১৩ ও ১৪ নভেম্বর অনুষ্ঠানের আগের দিন এবং অনুষ্ঠানের পরের দিন পুরো অনুষ্ঠানস্থলটি সার্বিকভাবে সিসিটিভিসহ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top