সকল মেনু

“কানিহাটি বই ঘর”-এর উদ্বোধন

 মৌলভীবাজার প্রতিনিধি: পড়িলে বই আলোর পথে রই, না পড়িলে বই অন্ধকারে রই শ্লোগানকে সামনে রেখে গ্রামীণ পাঠক সৃষ্টিতে বিশিষ্ট জিন বিজ্ঞানী ড: আবেদ চৌধুরীর পাঠাগার “ কানিহাটি বই ঘর”-এর শুভ উদ্বোধন হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মোকামবাজারে দুটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধির হাতে কিছু বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে পাঠাগার উদ্বোধন করে জিন বিজ্ঞানী ড: আবেদ চৌধুরী। গ্রামীণ শিক্ষার্থী, বিশেষ করে অনগ্রসর ও দরিদ্র শিক্ষর্থীসহ সর্ব সাধারন সহজে ভাল বই পড়ার সুযোগ সুষ্টি করে গ্রামীণ পাঠক তৈরীতে এ উদ্যোগ গ্রহন করেন বিমিষ্ট জিন বিজ্ঞানী ড: আবেদ চৌধুরী। ড: আবেদ চৌধুরীর গ্রাম কানিহাটির নাম নিয়ে পাঠাগারের নাম দেন কানিহাটি বই ঘর। এ বই ঘরে যে কোন পাঠক এসে পছন্দের বই পড়তে পারবে কোন প্রকার ফি গ্রহন ছাড়াই। আবার পাঠক চাইলে সহজে এখান থেকে পছন্দের বই কিনে নিতে পারবে। পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মুর্শেদুর রহমান, শমশেরনগর বি এ এফ শাহীন কলেজ প্রতিনিধি শিক্ষিকা শারমীন রহমান, আইডিয়াল কেজি স্কুল অধ্যক্ষ মুজিবুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, শিক্ষানুরাগী, গন্যমান্য ব্যক্তি বর্গ। অনুষ্ঠানে ড: আবেদ চৌধুরী বলেন, এ পাঠাগারে সপ্তাহে দুই দিন শুধু মেয়ে শিক্ষার্থীদের বই পড়া ও বই সংগ্রহের সুযোগ থাকবে। কানিহাটি বই ঘরের উদ্যোগে বছরে একবার বই মেলা, শিক্ষা বিষয়ে সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হবে। কানিহাটি বই ঘরে বিশ্ব সাহিত্য সংস্থার ভাল বই, দেশী বিদেশী লেখকদের ভাল বই পাওয়া যাবে। ড: আবেদ চৌধুরী আরো বলেন, এক কথায় বলা যায়, সুস্থ্য মানসিকতা বিকাশে কানিহাটি বই ঘর সহায়ক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top