সকল মেনু

কাজী নজরুলে আসনপ্রতি ৩৮ জনের লড়াই

  নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান (স্নাতক) ভর্তি পরীক্ষা প্রতি আসনের বিপরীতে এবার লড়বে ৩৮ জন পরীক্ষার্থী।

আগমী ১০ নভেম্বর থেকে শুরু হবে এ ভর্তি পরীক্ষা। মোট ৬৭৫টি আসনের বিপরীতে এ বছর আবেদনপত্র জমা পড়েছে ২৫৫০৭টি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা এস. এম. হাফিজুর রহমান  জানান,  এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের ‘বি’ ইউনিটে।

এতে ১টি আসনের জন্য ৭১ জন প্রতিযোগিতা করবে। ‘বি’ ইউনিটে ৬০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪২৪৬টি।

তিনি আরো জানান, ‘এ’ ইউনিটে ৩৩০টি আবেদনের বিপরীতে ৭২৬৩ টি, ‘সি’ ইউনিটে ১৬৫টি আসনের বিপরীতে ৭৪৫৫টি এবং ডি ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৫৪৩টি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top