সকল মেনু

বিনা খরচে অনলাইনে ৭০০ জনকে ফ্রিল্যান্সিং শেখাবে ইনফোনেট

  বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : সারাদেশ থেকে ৭০০ জনকে অনলাইনে বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স করাবে অনলাইন প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ইনফোনেট। দেশের যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার এর মাধ্যমে ঘরে বসেই তিনমাস ব্যাপী এই কোর্সে যে কেউ অংশ নেওয়ার সুযোগ পাবেন। ইনফোটেক কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহীরা ফ্রিল্যান্সিং মার্কেপ্লেসগুলোতে সবচেয়ে চাহিদা সম্পন্ন কোর্সগুলোতে অংশ নিতে পারবেন। একজন  সর্বোচ্চ ২টি কোর্সে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।

কোর্সের আওতায় থাকছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের জনপ্রিয় কোর্স হিসেবে- ওয়েব ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, পিএইচপি, ইংলিশ স্পিকিং কোর্স।

অনলাইনে বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সটির রেজিস্ট্রেশন করা যাবে ১৫ নভেম্বর পর্যন্ত। ক্লাশ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট: http://infonetbd.org/registration ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top