সকল মেনু

রেলমন্ত্রী কবুল বললেন

  নিজস্ব প্রতিবেদক : অবশেষে ‘কবুল’ বললেন রেলমন্ত্রী মুজিবুল হক। ৬৭ বছর বয়সে কুমার জীবনের অবসান ঘটালেন তিনি। কনে ২৯ বছর বয়সি হনুফা আক্তার রিক্তা।  কুমিল্লার চান্দিনার কংগাই গ্রামে রিক্তার বাড়িতে শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিকেল ৩টার দিকে প্রায় ৭০০ বরযাত্রী নিয়ে কনের বাড়িতে পৌঁছান বর মুজিবুল হক। মন্ত্রীর ঘনিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত হাসেম চৌধুরী উকিল বাবার দায়িত্ব পালন করেন। বিয়ে পড়ান স্থানীয় কাজী সিদ্দিকুর রহমান। সাক্ষী ছিলেন কিবরিয়া মজুমদার, খোকন রেজা ও ফজলুল করিম। এদের মধ্যে কিবরিয়া বরপক্ষের এবং অন্য দুজন কনেপক্ষের। বরপক্ষের ৭০০ এবং কনেপক্ষের প্রায় ১ হজার ৫০০ অতিথি রয়েছেন। বরযাত্রীদের আপ্যায়নের জন্যই ৮০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। সবাই কন্যার আত্মীয়-স্বজন। দুপুরের খাবারের তালিকায় ছিল মুরগীর রোস্ট, খাসির কাচ্চি, জর্দা, কোমল পানীয়, মিস্টান্ন এবং বোরহানী। বরের জন্য বড় আকারের ডিসে বিশেষ খাবার পরিবেশন করা হয়। ১০টি আস্ত মুরগির রোস্ট, চারপাশে ১০টি ইলিশ মাছ এবং মাঝে ১৬ কেজি ওজনের খাসির রোস্ট। এ ছাড়া নানা পদের খাবার ও মিষ্টিও ছিল বরের পাতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top