সকল মেনু

নেত্রকোনা উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাপ্পু মজুমদার, নেত্রকোনা প্রতিনিধি: “ ঘোর আধাঁরে পথ দেখাবে, আগুনের নিশান” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় পালিত হয়ে গেল উদীচীর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ বুধবার (২৯-১০-২০১৪ইং) সকাল ৮ টা থেকে জাতীয় এবং সাংগঠনিক পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে কার্যক্রম শুরু হয়।

র‌্যালিতে উদীচীর ২ শতাধিক কমী-সদস্য ছাড়াও সকল শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উদীচীর সাবেক সভাপতি, বাংলা একাডেমির পদকপ্রাপ্ত বিশিষ্ঠ প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। অন্যান্যদের মধ্যে নেত্রকোনা জেলা সাবেক উদীচীর সভাপতি, সাধারণ সম্পাদক নীলম বিশ্বাস রাতুল, উপদেষ্টা মন্ডলীর মোজাম্মেল হক বাচ্চু, হাবিবুর রহমান প্রমুখ।

কর্মসূচীর দ্বীতিয়ার্ধে সন্ধ্যায় আলোচনা সভারাত থেকে রাত ১০টা পর্যন্ত উদীচী পরিচালিত হায়দার-শেলী স্মৃতি সংগীত বিদ্যা-নিকেতনের নাচ, গান, আবৃত্তি বিভিন্ন শৈল্পিকতা প্রদর্শনে উদীচী পরিনত হয় মিলন মেলায়।

অনুষ্ঠান পরিচালনা করেন নীলম বিশ্বাস রাতুল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top