সকল মেনু

ভোলা এশিয়া অঞ্চলে উন্নয়নের মডেল

 এম. শরীফ হোসাইন, ভোলা: জনগনের দোর গোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এমপাওয়ারিং রুরাল কমিউনিটিস-রিচিং দ্যা আনরিচড; ইউনিয়র ইনফর্মেশন এ্যান্ড সার্ভিস সেন্টার (ইউ.আই.এস.সি) প্রকল্পের অধীনে “ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর সেবা প্রদান এবং ভবিষ্যত কর্মপনিকল্পনা” শীর্ষক জেলা পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়। ২৯ অক্টোবর বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেমিনারে জেলা প্রশাসক মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট যাদব সরকার, প্রবীণ সাংবাদিক এম এ তাহের, নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান, দৈনিক দক্ষিণ প্রান্ত সম্পাদক এডভোকেট নজরুল হক অনু, মনপুরা সাকুচিয়া ইউনিয়নের চেয়্যারম্যান ওয়ালিউল্লাহ, চরফ্যাশনের মুজিব নগর ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন ও বিভিন্ন ইউনিয়নের সচিবগণ। সভায় সভাপতি সেলিম রেজা বলেন, তথ্য সেবা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে গতিশীল করার জন্য এলজিএসপি’র ফান্ড থেকে দ্রুত অর্থায়ন করে সৌর বিদ্যুৎ এর ব্যবস্থা করার নির্দেশ প্রদান করেন এবং যে সকল ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি সেগুলো দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন। তিনি আরো বলেন, ভোলা একটি সম্ভাবনাময় দ্বীপ। এখানে পর্যাপ্ত পরিমানে রয়েছে গ্যাস এবং বিদ্যুৎ। ওই গ্যাস ও বিদ্যুৎ এর মাধ্যমে ভোলা জেলাকে এশিয়া অঞ্চলের মডেল হিসেবে গড়ে তোলা হবে। সেই পরিকল্পনা নিয়েই ভোলার কৃতি সন্তান বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ‘ভোলা উন্নয়ন কার্যক্রম’ হাতে নিয়েছেন। যা সম্পন্ন হলে ভোলার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top