সকল মেনু

দিলীপ সেন গুপ্তের প্রথম মৃত্যু বার্ষিকী ২৯ অক্টোবর

 নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র বরিশাল জেলার নেতা, শিক্ষক ও সমাজ সেবক দিলীপ কুমার সেন গুপ্ত’র প্রথম মৃত্যু বার্ষিকী ২৯ অক্টোবর। দিলীপ কুমার সেনগুপ্ত ১৯৫২ সালের ৯ মার্চ ঝালকাঠি জেলার কিত্তীপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৩ সালের ২৯ অক্টোবরে বার্ধক্যজনিত কারণে মারা যান। দিলীপ কুমার সেন গুপ্ত বরিশালের বিএম কলেজের ছাত্র থাকাকালীন অবস্থায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বরিশাল মহাকুমার সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বরিশাল জেলার অন্যতম নেতা ছিলেন। এছাড়াও তিনি কিত্তীপাশা কমলিকান্দর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন। এমনকি তিনি দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে প্রবন্ধ লিখতেন। অন্যদিকে দিলীপ কুমার সেনগুপ্ত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য ২০১৩ সালে বরিশালের অনির্বান সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে গুণীজন সম্মাননা দেয়া হয়। দিলীপ কুমার সেন গুপ্তের বাবার নাম রাজেন্দ্রনাথ সেনগুপ্ত, মা বিজন বালা সেনগুপ্তা। তার স্ত্রী মৃত-নাম রুনু সেন গুপ্তা। তার একমাত্র মেয়ে প্রিয়ংকা সেন গুপ্তা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top