সকল মেনু

কুড়িগ্রামে বিনাধান-৭ এর আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে

 ডা জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে আমন মৌসুমে স্বল্প মেয়াদী বিনাধান-৭ এর আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে। কেয়ার বাংলাদেশ ও ইএসডিওর উদ্যেগে হোয়্যার দ্যা রেইন ফলস প্রকল্পের মাধ্যমে বছরে ৩থেকে ৪টি ফসল উৎপাদনের অংশ হিসেবে জেলা সদরের দুটি ইউনিয়নে  ৩৩টি প্রদর্শনী প্লটে বিনা-৭জাতের স্বল্প মেয়াদী আমন ধানের আবাদ হয়েছে। ধান কর্তন উপলক্ষে মঙ্গলবার হলোখানা ইউনিয়নে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শওকত আলী সরকার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইএসডিওর চিফ প্রোগ্রাম কোর্ডিনেটর কে এন সরকার, কেয়ারের প্রোগ্রাম ম্যানেজার তৈয়ব আলী প্রামাণীক, ইএসডিওর প্রোগ্রাম ম্যানেজার আল-মাহমুদ, জুলফিকার আলী প্রমূখ। উপস্থিত ওই এলাকার কৃষক আব্দুস ছালাম, শহিবর রহমান, আব্দুল হক জানান, স্থানীয় অন্যান্য জাতের ধানের চেয়ে এ ধানের ফলন হয়েছে দ্বিগুন এবং ৪০ দিন পূর্বেই রোগ বালাইয়ের উপদ্রবের আগেই কর্তন করা যাচ্ছে। অপরদিকে ধান কাটার পর অনায়াশেই সরিষা অথবা আলু লাগাতে পারছি। বক্তরা বলেন জলবায়ু  পরিবর্তনের প্রভাব ও অভিযোজিত ফসলের জাতকে প্রাধান্য দিয়ে এ জাতটি সম্পসারিত করা গেলে ফসল বিন্যাসের মাধ্যমে দুই ফসলী জমিকে তিন ফসলী, তিন ফসলী জমিকে চার ফসলী জমিতে রুপান্তর করা সম্ভব। এর ফলে খাদ্য নিরাপত্তা অনেকাংশে বৃদ্ধি পাবে। মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষক দাবী করেন আগামীতে এই বীজ সরবরাহ করা গেলে একদিকে যেমন আমরা উপকৃত হব অন্যদিকে বন্যা ও খরায় আমন মৌসুমের ফসল ঘার্তি অনেকংশেই করে আসবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top