সকল মেনু

শীতের আহ্বান গুড়ি গুড়ি বৃষ্টিতে

 মেহেদি হাসান: গুড়ি গুড়ি বৃষ্টি, হিম হিম অনুভব। এ যে  শীতের আহ্বান। দুদিন ধরে প্রকৃতিতে সে আবহই বিরাজমান। প্রকৃতির বিচিত্র উপাদান ও অনুষঙ্গের মাঝে উল্লেখযোগ্য ঋতুটিই শীত। শীতের সঙ্গে মানুষের সম্পর্ক বন্ধু ও বন্ধুর- উভয় ধরনের।

শীত সেটা কারো জন্য কষ্টের কারো জন্য মজার। শীতের নানা উপহার ও উপচার মানুষকে দেয় পরম প্রশান্তি; অপরদিকে তীব্র শীত আনে দুঃসহ কষ্ট। হেমন্তের পর শীতের আগমন। আজকের আবহাওয়া জানান দিচ্ছে শীত এসে পৌঁছেছে বাঙ্গালীর দরজায়। গুড়ি গুড়ি বৃষ্টিই যেন শীতের পথ প্রদর্শক।

বাইরে মেঘলা আকাশ, ঝরছে  গুড়ি গুড়ি বৃষ্টিও, মৃদুমন্দ বয়ে যাচ্ছে হিমেল হওয়া। নতুন আরেকটি সময়ে প্রবেশ করতে যাচ্ছি, ভাবতে ভালোই লাগছে। শীত মানেই তো এর হাড়ি ভরা মিষ্টি খেজুর রস, রসে ভেজানো মায়ের হাতে তৈরি নানা রকমের সাধেভরা পিঠা, সকালের শিশির ভেজা ঘাস, প্রচণ্ড- ঠান্ডায় আগুন জ্বেলে আগুন পোহানো। এমন আরো কত কি! মজার মাঝেই কিছু সময় কাটানো।

ছোটদের কাছে শীতটা একটু অন্যরকম অনুভুতির। কারণ, শীত আসে ইংরেজি মাসের শেষ দিকে আর তখন সকল পরীক্ষা শেষ হয়ে যায়। ছোটরা তখন থাকে সকল চাপ মুক্ত। ছুটে যায় প্রতীক্ষিত সেই গ্রামের বাড়িতে।  যেখানে সারা বছর পড়াশুনার চাপে খাবারটাই ঠিকমত খেতে পারে না, আর বিভিন্ন কারনে মায়েদেরও তেমন খাবার তৈরির ফুসরত কোথায়?  তাই শীতেই আসে মজার মজার খাবার চেখে দেখার সেই অবারিত সুযোগ। আর সে সুযোগটি উপযুক্ত স্থান গ্রামের বাড়ি। হাড়ি ভরা মিষ্টি খেজুর রস, রসে ভেজানো নানা রকমের পিঠার প্রাচুর্য যেখানে। সকালের শিশির ভেজা ঘাসে মুক্ত বাতাসে ছোটাছুটি সেও কি কম আনন্দের।

শীত এলে সত্যি কষ্ট বেড়ে যায় ছিন্নমুল মানুষের । শীতকে রোখার মত কাপড়-চোপড়ের বড়ই অভাব তাদের। যেখানে সেখানে ইচ্ছে হলেই ঘুমিয়ে পড়ার সুযোগটিও হারিয়ে যায় তাদের। শীত তাদের কাছে আসে অভিশপ্ত হয়ে। তাদের এ কষ্টের অনেকটাই লাঘব সম্ভব যদি বিত্তবানরা এ সময়টাতে তাদের দিকে সহানুভূতির হাতটি বাড়িয়ে দেয়।

পৃথিবীর নিয়মে আসা সকল ঋতুকে আলিঙ্গণ করতেই হয়। শীতকেও তাই মেনে নিতে হবে। কষ্টের দিকটিকে আনন্দে ঢেকে দিতে সকলের জন্য সকলকে হতে হবে নিবেদিত। সে প্রত্যয়ে শীতের জ্বলজ্বলে শিশির বিন্দু মাখা সকালকে স্বাগত আমাদের ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top