সকল মেনু

শর্টকাট কি ফেসবুকের

  বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ফেসবুক ব্যবহারের সময় শর্টকাট পদ্ধতি জানা থাকলে, আরো দ্রুত ফেসবুক ব্যবহার করা যায়। এজন্য রয়েছে কিছু শর্টকাট কি।

গুগল ক্রোমের জন্য ফেসবুক শটকার্ট কি

Alt+M: নতুন মেসেজ লেখার জন্য।
Alt+?: সার্চ করার জন্য।
Alt+1: হোমপেজ বা নিউজফিড দেখার জন্য।
Alt+2: নিজের প্রোফাইল দেখার জন্য।
Alt+3: ফেন্ড রিকোয়েস্ট দেখার  জন্য।
Alt+4: সব মেসেজ দেখার জন্য।
Alt+5: সব নোটিফিকেশন দেখার জন্য।
Alt+6: অ্যাকাউন্ট সেটিংস।
Alt+7: প্রাইভেসি সেটিংস।
Alt+8: ফেসবুকের অফিসিয়াল পেজ।

মজিলা ফায়ারফক্সের জন্য ফেসবুক শটকার্ট কি
Shift+Alt+M: নতুন মেসেজ লেখার জন্য।
Shift+Alt+?: সার্চ করার জন্য।
Shift+Alt+1: হোমপেজ বা নিউজফিড দেখার জন্য।
Shift+Alt+2: নিজের প্রোফাইল দেখার জন্য।
Shift+Alt+3: ফেন্ড রিকোয়েস্ট দেখার  জন্য।
Shift+Alt+4: সব মেসেজ দেখার জন্য।
Shift+Alt+5: সব নোটিফিকেশন দেখার জন্য।
Shift+Alt+6: অ্যাকাউন্ট সেটিংস।
Shift+Alt+7: প্রাইভেসি সেটিংস।
Shift+Alt+8: ফেসবুকের অফিসিয়াল পেজ।

ফেসবুকের নিউজ ফিডের শর্টকাট

J: নিউজ ফিড স্ক্রল ডাউন
K: নিউজ ফিড স্ক্রল আপ
/: সার্চ বক্স
P: নতুন স্ট্যাসাস পোস্ট

তথ্যসূত্র : ফেসবুক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top