সকল মেনু

এদেশের শত শত কোটি টাকা নষ্ট করেছে বিএনপি- মায়া

স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফরিদা ইলিয়াসের সভাপতিত্বে মতলব রয়মননেছা মহিলা ডিগী কলেজের উপাধ্যক্ষ আফরোজা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সরাষ্ট মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। সস্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা যুবলীগের সভাপতি ও সাবেক এমপি নাজমা আক্তার ও প্রধান বক্তার বক্তব্য বাংলাদেশ মহিলা যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি,  কেন্দ্রীয়আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, চাঁদপুর ফরিদগঞ্জ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি ড. শামছুল হক ভুঁইয়া, সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ভুঁইয়া, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভুঁইয়া। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সন্মেলনের যুগ্ন আহবায়ক ফারহানা মহিন রুমা, আয়শা রহমান, ঢাকা মহানগর যুব মহিলা লীগের পারভিন খায়ের প্রমুখ। সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন বঙ্গবন্ধু ও শেখ হাছিনার গুণাবলি আমাদের রাজনীতির অনুপ্রেরনা দিয়ে থাকে। বঙ্গবন্ধু একজন দক্ষ ও সাহসি ব্যাক্তি ছিলেন। তার অসমাপ্ত আত্মজীবনি পরলে ভভিষ্যৎ প্রজন্ম আদর্শের শিক্ষা পাবে।  তিনি কারো কাছে মাথা নত করেননি। এ বাংলাদেশ থেকে অপশক্তি রোধ করতে হবে। দেশের প্রতি জনগনের প্রতি ভালোবাসার বিকল্প নেই। তাই সকলকে দেশের স্বার্থে এগিয়ে আসতে হবে। এ জন্য বাংলাদেশ আওয়ামীলীগের অন্যাণ্য সহযোগী সংগঠনের ন্যায় মহিলা যুবলীগকে শক্তিশালি সংগঠন গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্য ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া  বলেন,  ঢাকার রাজপথে মহিলা যুবলীগের এমন কোন নেত্রী ছিলোনা যারা লাঠিপেটা না খেয়েছে। তবুও জননেত্রী শেখ হাছিনার নাম ছাড়েনি। বিএনপির উদ্দেশে বলেন এদেশের শত শত কোটি টাকা বিএনপি নষ্ট করেছে। তাদের এসব কিছুর হিসাব দিতে হবে। আগামি ২০১৯ সালে জননেত্রী শেখ হাছিনার নেতৃত্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, বিশ্ব মিথ্যাচারির শীর্ষে বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া বলেছেন ঈদের পর আন্দোলন জোরদার করা হবে, আপসোস ঈদ আসে ঈদ যায় কিন্তু কোন ঈদের পর আন্দোলন হবে তা সঠিক করে বলতে পারেননা। জন নেত্রী শেখ হাছিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সভাপতির বক্তব্য ফরিদা ইলিয়াস বলেন, আমি পোষ্ট চাইনা। আওয়ামীলীগকে ভালোবাসি বলেই মনে করি এটা আমার কর্তব্য। অতিতে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। দল আমাকে কি দিলো না দিলো তা আমি ভাবতে চাইনা।  সন্মেলনে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছা সেবকলীগ,মহিলা লীগ, শ্রমিক লীগ,তরুণ লীগ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ মহিলা যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল কেন্দ্রীয় নির্দেশিত কমিটির উপস্থিত সকলের সামনে ঘোষনা করেন। এতে জেলা মহিলা যুবলীগের সভাপতি ফরিদা ইলিয়াছ ও সাধারন সম্পাদক ফারহানা মহিন রুমা কে ঘোষনা করেন। এছাড়াও বলা হয় উক্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top