সকল মেনু

ওয়ালটনের নতুন মোবাইল এস-থ্রি প্রিমো

  নিজম্ব প্রতিবেদক: প্রযুক্তিগত উৎকর্ষতা আর সাশ্রয়ী মূল্যের কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ওয়ালটন মোবাাইল। আধুনিক গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিত্য নতুন ডিজাইন আর লেটেস্ট টেকনোলজি সমৃদ্ধ মোবাইল হ্যান্ডসেট নিয়ে আসছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় বাজারে আসছে নতুন মডেলের সেট প্রিমো এস থ্রি। ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, অগ্রসর গ্রাহকের সেট হবে প্রিমো এস থ্রি। ১.৭ গিগাহার্টজ প্রসেসর, ২ জিবি র‌্যাম, ১৬ জিবি রম এবং ৫ ইঞ্চি হাইডেফিনিশন ডিসপ্লে থাকছে ওয়ালটনের প্রিমো এস থ্রি’তে। ১৪২ মি.মিটার উচ্চতা এবং ১২৪ গ্রাম ওজনের এই ডিভাইসে রয়েছে  ওচঝ  প্রযুক্তির ঙএঝ  ডিসপ্লে। স্ক্রিন প্রটেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে দ্বিতীয় প্রজন্মের করনিং গরিলা গ্লাস। ফলে এই সেটের ডিসপ্লেতে সহজে ক্র্যাচ পড়বে না। এতে থাকছে বিএসআই সেন্সর, ৮ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডুয়েল সিমের দুটিতেই থাকছে ৩জি ব্যবহারের সুযোগ। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সুবিধা ছাড়াও প্রিমো এস-থ্রিতে থাকছে ব্লু টুথ, মাইক্রো ইউএসবি এবং ওটিজি (পাওয়া যাবে সব ধরনের ইউএসবি কানেকশন)। ২০০০ মিলি এম্পিয়ার ক্ষমতা সম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারী দেবে অধিক সময় চার্জের নিশ্চয়তা। সাধারন সেন্সরের পাশাপাশি প্রিমো এস থ্রি হ্যান্ডসেটে যুক্ত হয়েছে হল সেন্সর। যা স্মার্টকাভার ব্যবহারে নতুনত্ব সৃষ্টি করবে। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.৪.২। নভেম্বরের প্রথম সপ্তাহে বাজারে আসছে এস-থ্রি। এর বাজারমূল্য ১৭ হাজার টাকার মধ্যে থাকবে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এরইমধ্যে বাজারে এসেছে ওয়ালটনের আরো দুটি নতুন হ্যান্ড সেট। এগুলো হচ্ছে প্রিমো জি-ফাইভ এবং প্রিমো ইএফ টু। ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ওই দুটি সেট। জি সিরিজের অন্যান সেটের মতোই জি ফাইভ এরইমধ্যে বাজারে যথেষ্ট বিক্রি হচ্ছে। ১৪১ মিলিমিটার উচ্চতা এবং ৮.৫ মিলিমিটার পুরুত্বের প্রিমো জি ৫ এর ব্যবহৃত হয়েছে ১.৩ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর এবং ১ জিবি র‌্যাম। ৪ জিবি রম বিশিষ্ট এই হ্যান্ডসেটে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪.২, যা অ্যান্ড্রয়েড কিটক্যাট নামে পরিচিত। ডুয়েল সিমের উভয় স্লটেই রয়েছে ৩জি সুবিধা। ৫ ইঞ্চি এফডাব্লিউভিজিএ আইপিএস ডিস্পপ্লেতে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে ৫৪০ লাক্স ব্যাক লাইট এলইডি। ফলে ব্যাকগ্রাউন্ডে উজ্জ্বল আলো থাকলেও ভালো মানের ছবি দেখা যায়। সেইসঙ্গে সূর্যের আলোতেও ডিসপ্লে থাকে উজ্জ্বল। এতে আছে ৫ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা। ডুয়েল কালার এলইডি ফ্ল্যাশ অল্প আলোতেও দিচ্ছে ঝকঝকে ছবি। এছাড়া ইউএসবি ডিভাইসের মাধ্যমে তথ্য আদান-প্রদানসহ অন্যান্য কাজ করতে থাকছে ওটিজি সুবিধা। বিনোদনের জন্য এফএম রেডিও, মিউজিক প্লেয়ারসহ নানা সুবিধাতো থাকছেই। ১৬৪ গ্রাম ওজনের এই হ্যান্ডসেটের দাম ৮,৯৯০ টাকা। প্রিমো ইএফ এর ব্যাপক গ্রাহকপ্রিয়তার কারণে আরো বেশি সুবিধা সম্পন্ন স্মার্টফোন প্রিমো ইএফ টু বাজারে এনেছে ওয়ালটন। ই সিরিজের এই সেট দেখতে আকর্ষণীয়। এতে আছে অ্যান্ড্রয়েড ৪.৪.২। অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড কিটক্যাট। স্বল্প বাজেটের ফোনগুলোর মধ্যে এই সেট সবচেয়ে বেশি কার্যকরী। এর ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডের হাল সংস্করনের সব সুবিধা পাবেন। তাছাড়া যারা কম দামে ভালো মোবাইল ব্যাবহার করতে চান তাদের জন্য উপযুক্ত সেট এটি। গ্রাহকরা এতে পাচ্ছেন ১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর। ১ জিবি র‌্যাম ও ৪ জিবি রম সুবিধা। এর ডিসপ্লে ৪ ইঞ্চি। আইপিএস প্রযুক্তির স্ক্রীনের কারণে নিখুঁত ও ঝকঝকে ছবি পাওয়া যায়। ১১২.৬ গ্রাম ওজনের প্রিমো ইএফ ২ ডিজাইনেও নতুনত্ব আনা হয়েছে। রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা ও নান্দনিক ব্যাক কাভার। ডাবল ট্যাপ কুইক অন সিস্টেম থাকায় হোম বাটনে ডাবল ট্যাপিং এর মাধ্যমে সেট চালু করা সম্ভব। এছাড়া আছে জিপিএস, ব্লুটুথ সুবিধা, এক্সসেলারোমিটার, লাইট ও প্রোক্সিমিটি সেন্সর। ১৫০০ মিলি এম্পিয়ার ব্যাটারী সমৃদ্ধ সেটটির দাম মাত্র ৭,০৯০ টাকা। ওয়ালটনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার অরিফুল হক রায়হান বলেন, ওয়ালটনের লক্ষ্য গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে উচ্চমানের হ্যান্ডসেট পৌছে দেয়া। উচ্চ প্রযুক্তি এবং টেকসই হ্যান্ডসেটের পাশপাশি ওয়ালটন দিচ্ছে সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা। ফলে অতি অল্প সময়ের মধ্যে দেশে ওয়ালটন মোবাইলের বিশাল বাজার তৈরি হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top