সকল মেনু

গরীব-দুঃখীর শেষ আশ্রয়স্থল বিচারকরা

 স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সমাজে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকরা হলেন প্রধান পথিকৃৎ। বিচারকরা হলেন বিচারপ্রার্থী গরীব-দুঃখী মানুষের শেষ আশ্রয়স্থল। এর জন্য বিচারকদের সততার সঙ্গে কাজ করতে হবে।’ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেএটিআই) সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘সমাজে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদেরকে চারিত্রিক দৃঢ়তা ও সততার সঙ্গে কাজ করে বিচার বিভাগে অনুসরণীয় হয়ে উঠতে হবে।’

বিচারপ্রার্থীদের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিচারকরা হলেন বিচারপ্রার্থী গরীব-দুঃখী মানুষের শেষ আশ্রয়স্থল। এসব মানুষ যাতে অন্যায়ভাবে বিত্তবান আর প্রভাবশালীদের শোষণ-পীড়নের শিকার না হন তা আইনানুগভাবে বিচারকদের নিশ্চিত করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘সংবিধান ও আইন অনুযায়ী বিচার বিভাগ ও বিচারকরা সম্পূর্ণ স্বাধীন। বিচারকদের এই স্বাধীনতা ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে। বিচারক মামলার প্রতিটি পর্যায়ে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা বহুলাংশে বৃদ্ধি পাবে।’

উল্লেখ্য, বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটি বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৩০তম কোর্স। দু’মাস ব্যাপী এ কোর্সে সদ্য নিয়োগপ্রাপ্ত ৩৩জন সহকারী জজ অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে জেএটিআই’র মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদ এবং আইন ও বিচার বিভাগের দায়িত্বাপ্রাপ্ত সচিব এএসএসএম জহিরুল হক বক্তব্য দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top