সকল মেনু

গোলাম আযম মারা গেলেন

 নিজস্ব প্রতিবেদক,হটনিউ২৪বিডি.কম, ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের মৃত্যুর খবর সরকারিভাবে ঘোষণা করা হয়েছে ।রাত ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত সাংবাদিকের কাছে এই ঘোষণা দেন। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল থেকে ৯০ বছরের কারাদণ্ড হয়েছে। ৯২ বছর বয়স্ক গোলাম আযমের শারীরিক অবস্থা অবনতি হবার কারণে বুধবার বিকেল থেকেই হাসপাতালের আইসিইউতে ছিলেন তিনি। এরপর বৃহস্হপতিবার রাত নয়টার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমী হটনিউজ২৪বিডি.কমকে বলেছেন, তার বাবার মৃত্যুর অনেক পর হাসপাতাল কর্তৃপক্ষ তা ঘোষণা করেন। তবে হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, সব ধরণের চেষ্টা চালানোর পরই তারা ঘোষণা দিয়েছেন। একাত্তর সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের জুলাই মাসে গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তার অপরাধ মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে এই দণ্ড দেওয়া হয়। এই রায়ের ব্যাপারে তার পক্ষে আপিল বিভাগে আপিল আবেদন রয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top