সকল মেনু

বহির্বিশ্বের দেওয়া কৃতজ্ঞতা ও অভিনন্দন বাংলাদেশের জনগণেরই প্রাপ্য’-প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ যদি তাদের আস্থা-বিশ্বাস আমাদের ওপর না রাখত, তাহলে আমরা এ বিজয় অর্জন করতে পারতাম না।  তাই বহির্বিশ্বের দেওয়া কৃতজ্ঞতা ও অভিনন্দন বাংলাদেশের জনগণেরই প্রাপ্য। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্তর্জাতিক দুটি সংস্থার প্রধান নির্বাচিত হওয়ায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সম্প্রতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের আইনসভার সংগঠন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারম্যান এবং সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আইপিইউর ১৩১তম সম্মেলনের সমাপনী দিনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী আন্তর্জাতিক সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রধানমন্ত্রী বলেন, ‘এতে গণতন্ত্রের জয় হয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর এই দুটি সংস্থার সদস্যপদ হারিয়েছিলাম, আমরা তা উদ্ধার করেছিলাম। ২০০৮ সালে সেনাশাসনের সময় পুনরায় সদস্যপদ হারিয়েছিল। আমরা এখন আবার উদ্ধার করে এনেছি। সত্যিকার অর্থে এটা জনগণের জয়।’ শিক্ষিত জাতি ছাড়া কোনো দেশকে দারিদ্র্যমুক্ত করা যাবে না, মন্তব্য করে যাদের ভোটে এই অর্জন হয়েছে তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুল প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top