সকল মেনু

বিনিয়োগ বোর্ডের বিশেষ প্রকাশনা ;স্থানীয় বিনিয়োগের মডেল ওয়ালটন

 অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশে বিনিয়োগের অন্যতম মডেল হিসেবে স্বীকৃতি পেলো ওয়ালটন। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও অটোমোবাইল পণ্যের সফল উৎপাদনকারী হিসেবে বিনিয়োগ বোর্ড ওয়ালটনের উপর একটি বিশেষ পুস্তক প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিনিয়োগ বোর্ডের এই প্রকাশনাকে নিজেদের কাজের স্বীকৃতি হিসেবে দেখছে ওয়ালটন কর্তৃপক্ষ। দেশি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে সম্প্রতি বিনিয়োগ বোর্ড ওই বিশেষ পুস্তিকা প্রকাশ করে। ‘এ মডেল অব সাকসেসফুল লোকাল ইনভেস্টমেন্ট ভেন্চার’ শিরোনামের ওই প্রকাশনায় ওয়ালটনকে স্থানীয় শিল্পের সফল এবং অনুকরণীয় বিনিয়োগকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, স্থানীয় এবং বিদেশী বিনিয়োগকারীদের জন্য দৃষ্টান্ত হচ্ছে ওয়ালটন। ওয়ালটনের সফলতা অন্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। জিডিপি, কর্মসংস্থান তৈরী, রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় এবং আমদানী বিকল্প উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের জন্য বিনিয়োগ বোর্ড (বিওআই) সম্পূর্ণ দেশি এ প্রতিষ্ঠানকে অভিবাদন জানায়। ওয়ালটনকে সফল ও আদর্শ স্থানীয় বিনিয়োগকারী উল্লেখ করে এতে উল্লেখ করা হয় – বৃহৎ পরিসরে ফ্রিজ, এসি, অটোমোবাইল ফোন সেট ও গৃহস্থালী  পণ্য উৎপাদন এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে অগ্রনী ভুমিকা রাখছে ওয়ালটন। ২০০৬ সালে প্রতিষ্ঠিত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ২০১০ সালের তুলনায় ২০১৪ সালে ১০৭ গুন বেশী আয়কর দিয়েছে। ব্যাপক কর্মসংস্থান এবং আমদানীবিকল্প পণ্য উৎপাদনের মাধ্যমে বিপুল পরিমান বৈদেশিক মূদ্রা সাশ্রয় করেছে। ওয়ালটন পণ্য রপ্তানিও হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। গ্রাহক চাহিদা ও উচ্চমান বজায় রেখে নান্দনিক ডিজাইনে তৈরী হচ্ছে ওয়ালটন পণ্য। দেশী- বিদেশী দক্ষ এবং প্রশিক্ষিত প্রকৌশলী এখানে কাজ করছেন। উন্নত মান ব্যবস্থাপনার জন্য আইএসও -৯০০১:২০০৮, উন্নত পরিবেশ ব্যবস্থাপনার জন্য আইএসও-১৪০০১:২০০৪ এবং শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য আইএসও ১৮০০১:২০০৭ পেয়েছে ওয়ালটন। এছাড়া দেশব্যাপী উচ্চমানের সার্ভিস নেটওয়ার্কের স্বীকৃতি হিসেবে আরেকটি আইএসও সনদ পেয়েছে ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। এবিষয়ে বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য নাভাষ চন্দ্র মন্ডল বলেন, বিদেশী বিনিয়োগকারীদের আকৃৃষ্ট করতে তারা ওয়ালটনের সফলতাকে তুলে ধরেছেন। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রমোশনাল কার্যক্রমের আওতায় এটা করে থাকে বিনিযোগ বোর্ড। দেশি-বিদেশী বিনিয়োগ সম্প্রসারনে সরকারের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  নাম প্রকাশে অনিচ্ছুক বিনিয়োগ বোর্ডের এক পরিচালক বলেন,  যাত্রা শুরুর দেড় বছরের মধ্যেই সাফল্যের মুখ দেখে ওয়ালটন। তারা এখন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান। ফ্রিজ, টিভি, এসি, মোটরসাইকেলের পর এখন হোম অ্যাপ্লায়েন্স পণ্য তৈরি করছে প্রতিষ্ঠানটি। বিনিয়োগ বোর্ড তাদের এই  সাফল্য তুলে ধরার চেষ্টা করেছে মাত্র। যাতে দেশী-বিদেশী বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়। দুই বছর আগেও ওয়ালটনের সফলতা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে বিনিয়োগ বোর্ড। সেই ধারাবাহিকতা এবং প্রতিষ্ঠানের ঈর্ষনীয় সাফল্যের কারণে গত সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা  হয়েছে। ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বিনিয়োগ বোর্ডের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এটি সৃষ্টিশীল কাজের স্বীকৃতি। এই প্রকাশনা স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশী বিনিয়োগ আকর্ষনে ভূমিকা রাখবে। তার মতে, স্বীকৃতি পেলে যে কোন উদ্যোগই আরো বেগবান হয়। এর মাধ্যমে ওয়ালটনও বাংলাদেশে নতুন নতুন শিল্প স্থাপনে উৎসাহি হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top