সকল মেনু

কলেজ অধ্যক্ষ লাঞ্চিত হওয়ায় শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলার নাজিরাবাদ ইউনিয়নের অবস্থিত আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসার ননী গোপাল রায়’কে ওই কলেজের পরিচালনা পরির্ষদের সভাপতি এম এ রহিম ওরফে শহীদ ও তার ভাই মুজিবুর রহমান লাঞ্চিত করার প্রতিবাদে ফুসে উঠছে  ছাত্র, শিক্ষক, অভিবাবক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। আওয়ামীলীগের ওই নেতা ও তাই ভাই কর্তৃক ননী গোপাল রায়’কে লাঞ্চিত করার প্রতিবাদে এবং হামলাকারীর বিচারের দাবীতে প্রতিদিনই  জেলার বিভিন্ন এলাকায় রাস্তা ও সড়ক যোগাযোগ বন্ধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। গত ২০ অক্টোবর সোমবার ঢাকা-সিলেট- আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরের প্রাণকেন্দ্র চৌমুহনা চত্ত্বরে দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত ১ ঘন্টাব্যাপি মহাসড়ক বন্ধ করে এ কর্মসূচি পালিত হয়। শ্রীমঙ্গল উপজেলার ছাত্র-শিক্ষক ও অভিভাবকবৃন্দের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা অংশ নেয়। কর্মসূচি চলাকালিন বক্তব্য রাখেন শিক্ষক মোঃ শায়েক আহমদ, জয়ন্ত ভট্টাচার্য্য, ঝলক চক্রবর্তী, মনসুর ইকবাল ও আমিনুর রহমান জিয়ন, ছাত্র ইউনিয়ন নেতা জাবেদ ভূঁইয়া, ছাত্রফ্রন্ট নেতা আবুল হাসান ও সংস্কৃতিক কর্মী নিতেশ সূত্রধর প্রমুখ। বক্তারা জানান আগামী ২৭ অক্টোম্বরের মধ্যে শিক্ষক লাঞ্চনাকারীদের গ্রেফতার করে শান্তি না দিলে ২৮ অক্টোবর থেকে লাগাতা রাস্তা বন্ধু করে কঠোর কর্মসুচি পালিত হবে বলে ঘোষনা করা হয়। এসময় এম এ রহিম শহিদের কুশপুত্তলিকার পুড়ানো হয়। কর্মসূচি শেষে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান এবং স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচি চলাকালে প্রায় ১ ঘন্টা ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক বন্ধ থাকে। এসময় দু’পাশে দুইশতাধিক বিভিন্ন ধরণের যানবাহন আটকে পড়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top