সকল মেনু

নেত্রকোনায় দেশীয় প্রজাতির মাছ ধরার উৎসব

পাপ্পু মজুমদার, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় স্থানীয়ভাবে পালিত হয়ে গেল মাছ ধরার উৎসব। জেলার সদর উপজেলার প্রায় ৫০টি গ্রামের সহস্রাধিক মানুষ কান্দুয়াইল বিলে দেশীয় প্রজাতির মাছ ধরার উৎসবে মেতেছিলেন। আজ মঙ্গলবার (২১ অক্টোবর ২০১৪) ভোর থেকে বিকেল পর্যন্ত এ উৎসব চলে। স্থানীয় সুত্র জানান, প্রতি বছরেই একদিন নির্দিষ্ট সময়ে কান্দুয়াইল বিলে মাছ ধরা উৎসব হয়। কার্তিক মাসের যে কোনো একদিন বেছে নেন মাছ-ধরা উৎসবের জন্য। এবার মাসের প্রথম সপ্তাহের প্রথম মঙ্গলবার মাছ ধরার ক্ষণ ঠিক করা হয়। ঢুলি দিয়ে ঢোল করতাল বাজিয়ে এলাকার মানুষকে মাছ ধরতে আসার জন্য আগের দিনই বাজারে বাজারে জানিয়ে দেওয়া হয়। শুরু হয় মাছ ধরা উৎসব। কারো হাতে টানা জাল, কেউ ঠেলা জাল কেউবা পলো। সুত্র আরও জানায়, এবার বিলে কচুরিপানা নেই। ফলে অন্য বছরের তুলনায় বড় মাছ নেই। চিতল, বোয়াল, বা রুইয়ের আশায় অনেকে জাল পাতেন। মাছের অভয়াশ্রম বলে খ্যাত এই বিলে সবার সঙ্গে মাছ ধরতে কান্দুয়াইল বিলে দুই/একজন বোয়াল পেলেও কাতল, চিতল ও রুইয়ের দেখা মেলেনি। তবে ছোট বেশ মিলেছে ছোট মাছ। বিলে মাছ ধরতে আসা মালনী গ্রামের লিটন সাহা হটনিউজ২৪বিডি.কমকে জানান জানান, মাছ যাই পাই না কেন বিলে এত লোক আনন্দ নিয়ে মাছ ধরতে এসেছে তাই দেখে আমি মুগ্ধ। জেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম হটনিউজ২৪বিডি.কমকে জানান, বছরের এসময় জলাশয় ও নদীর পানি কমে যায়। তাই গ্রামের লোকেরা পুরনো রেওয়াজে দল বেঁধে এসব বিলে মাছ ধরতে নেমে পড়েন। বিষয়টি অনেকটা বাৎসরিক উৎসব পার্বনের মতই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top