সকল মেনু

ভার্চুয়াল শিশু সুইটির যৌন নিপীড়কদের বিচার শুরু

  বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : অনলাইনে ওয়েবক্যামের মাধ্যমে শিশুদের যৌন নিপীড়নের ঘটনা বিশ্বের বিভিন্ন দেশে ঘটছে। বিশেষ করে উন্নত দেশের অনেক মানুষ দরিদ্র দেশের শিশুদের ওয়েব ক্যামের সামনে যৌন আচরণের জন্য অর্থ খরচ করে থাকে। ওয়েবক্যামের মাধ্যমে যৌন নিপীড়নের শিকার হওয়ার এরকমই একজন শিশু হচ্ছে, ফিলিপাইনের ১০ বছর বয়সী শিশু সুইটি। তবে এই সুইটি আসলে একটি ভার্চুয়াল চরিত্র, বাস্তবে যার কোনো অস্তিত্ব নাই। মূলত ওয়েবক্যামে শিশু যৌন নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা তৈরি ও নিপীড়কদের ধরতে গত বছর এই ভার্চুয়াল শিশু চরিত্রটির ব্যবহার করেছে নেদারল্যান্ডের প্রতিষ্ঠান তেরে দেস হোমস। প্রতিষ্ঠানটির এ পরিকল্পনাকে বাস্তবায়ন করতে ভার্চুয়াল সুইটিকে তৈরি করে দিয়েছে নেদারল্যান্ডেরই আরেকটি প্রতিষ্ঠান লেমজ।  তেরে দেস হোমস প্রতিষ্ঠানটি গত বছরে ১০ সপ্তাহের অনুসন্ধান করে ৭১টি দেশের এক হাজার যৌন নিপীড়ককে চিহ্নিত করেছে, যারা অর্থের বিনিময়ে ওয়েব ক্যামের মাধ্যমে সুইটিকে নিপীড়ন করার চেষ্টা চালিয়েছে। এক্ষেত্রে নিপীড়কদের ধরতে প্রতিষ্ঠানটির কয়েকজন সদস্য অনলাইন চ্যাট রুমে সুইটি চরিত্রটির আড়ালে চ্যাট করেন এবং এভাবে নিপীরকদের চিহ্নিত করার চেষ্টা করেছেন। প্রতিষ্ঠানটি সুইটিকে নিপীড়নকারী সেসব ব্যক্তিদের পরিচয় ইন্টারপোলের কাছে ফাঁস করেছে। বর্তমানে সুইটির নিপীড়কদের বিচার শুরু হয়েছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার এক ব্যক্তিকে সুইটিকে নির্যাতনের জন্যে এই মামলায় প্রথম শাস্তি দিয়েছেন আদালত। অর্থের বিনিময়ে ওয়েব ক্যামের সামনে সুইটিকে যৌন আচরণ করতে বলার অভিযোগে স্কট রবার্ট হ্যানসেন নামক ব্যক্তিতে কারাদন্ড ও আচরণগত পরিবর্তনের পাশাপাশি চিকিৎসার মধ্য যাওয়ার রায় দেয়া হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top