সকল মেনু

খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা তদন্তের নির্দেশ

 আদালত প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগ সরকারের অনুমতি সাপেক্ষে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।সকালে এ অভিযোগে দায়ের করা মামলায় বিকেলে এ আদেশ দেন বিচারক। আদেশে আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দেয়া হয়। এর আগে সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। বেলা ১১টা ২০ মিনিটে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ পর্যালোচনা শেষে বিচারক পরে আদেশ দেবেন বলে জানান। বাদীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট রওশন আরা শিকদার। মামলার অভিযোগে বলা হয়, সাবেক এ প্রধানমন্ত্রী গত ১৪ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। হরতালের সময় তারা পুরান ঢাকায় বিশ্বজিতকে হত্যা করেছে। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় তারা অ্যাডভোকেট চন্দন সরকারকে র‌্যাব দিয়ে ধরে নিয়ে খুন করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে। আওয়ামী লীগ হিন্দুদের ওপর হামলার সময় বলে, তোরা হিন্দু হয়ে বিএনপি করিস কেন? মামলায় আরও বলা হয়, খালেদা জিয়ার এ সকল বক্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তেমনি হিন্দু ও মুসলমানদের মধ্যে শ্রেণীগত বিভেদও সৃষ্টি করেছে, যা দণ্ডবিধির ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারার অপরাধ। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top