সকল মেনু

কুড়িগ্রামের উলিপুরে মাছ চাষে মাঠ দিবস পালিত

 জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ফিস এর আয়োজনে “উন্নত ব্যবস্থাপনায় ধান ক্ষেতে মাছ চাষ ও ক্ষেতের আইলে সবজি চাষ”- বিষয়ে উপজেলার মৎস্য চাষীদের নিয়ে এক মাঠ দিবস পালিত হয়েছে। সিসা-বিডির অর্থায়নে টিএমএসএস এর বাস্তবায়নে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা গ্রামে বায়েজীদ বোস্তামীর বাড়ীতে এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিন ছিলেন উপজেলা মৎস্য অফিসার তারাপদ চৌহান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ফিসের জেলা সমন্বয়ক কেষব চন্দ্র রায়,এ্যাকোয়া কালচার ট্রেইনার হাসান তারিক, মোঃ আব্দুর রহিম প্রমুখ।এসময় মৎস্য চাষীরা এধরনের সহযোগিতার মাধ্যমে সনাতনী পদ্ধতি থেকে আধুনিক পদ্ধতিতে মাছ চাষে বড় ভুমিকা রাখতে পারবে বলে আশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top