সকল মেনু

আলফাডাঙ্গায় কেটে ফেলা হলো শত বছরের পাকড় গাছটি

 লিটু সিকদার, ফরিদপুর প্রতিনিধি:  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহি আলফাডাঙ্গা এজেড পাইলট উচ্চ বিদ্যালয়ের শত বছরের পাকড় গাছটি গতকাল শনিবার কাটা শুরু করে ক্রেতা হাফিজুর রহমান। তিনি মাত্র পাঁচ হাজার টাকায় গাছটি ক্রয় করেছেন বলে জানান। নিয়ম-নীতির তোয়াক্কা না করে, শিক্ষা বিভাগ, বন বিভাগ বা পরিবেশ অধিদপ্তরকে না জানিয়ে গাছটি বিক্রয় করা হয়েছে বলে জানা গেছে। স্কুলের পাশের মন্দির সংলগ্ন কালের স্বাক্ষী পাকড় গাছটি ছাত্র-ছাত্রী, মন্দিরে যাওয়া ভক্তবৃন্দ ও সাধারন মানুষকে ছায়া দান করে আসছিল। শত শত পাখির আবাস ছিল ওই গাছটিতে। গাছটি কেটে ফেলায় এলাকার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। গাছ কাটার ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম বলেন, স্কুলের জন্য দোকান করা হবে এবং পাশের মন্দির তিন তলা ভবন হবে। তাই রেজুলেশন করে উন্মুক্ত নিলাম ডাকের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার নিকট পাঁচ হাজার টাকায় গাছ বিক্রয় করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আকরাম হোসেন সমকালকে বলেন, প্রয়োজন হয়েছে তাই বিক্রি করেছি। অযথা যায়গা দখল করে পরিবেশ নষ্ট করছিল গাছটি। দোকান করে ভাড়া দিলে মাসে ৩/৪ হাজার টাকা স্কুলের আয় হবে। স্কুলের উন্নয়নের জন্যই পাকড় গাছ বিক্রি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top