সকল মেনু

প্রধানমন্ত্রী ইটালি থেকে ফিরলেন

 স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম, ঢাকা: ইটালির ব্যবসায়িক প্রাণ কেন্দ্র মিলানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ অক্টোবর) দিনগত রাত ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট বিজি ০৫৬-এ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সরকারের মন্ত্রী, সামরিক, বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গত ১৫ অক্টোবর এশিয়া-ইউরোপ মিটিংয়ে (আসেম) যোগ দিতে মিলান যান প্রধানমন্ত্রী। ইটালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শাহাদাত হোসেন ও মিলানে বাংলাদেশ কাউন্সেল জেনারেল মিস রেজিনা আহমেদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top