সকল মেনু

রিয়াল সমর্থকরা মেসির রেকর্ডে উৎযাপন করবে!

 স্পোর্টস ডেস্ক,ঢাকা: সান্থিয়াগো বার্নাব্যুতে লিওনেল মেসি রেকর্ড গড়লে তাতে রিয়াল মাদ্রিদ সমর্থকরা উৎযাপন না করার কোন কারণ দেখছেন না লিগা দি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জাভিয়ার তেভাস। স্প্যানিশ ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা তেমো জারার (২৫১) থেকে মাত্র দুই গোলে পিছিয়ে আছেন মেসি। আর আগামী সপ্তাহে মাদ্রিদের মাঠে লা লিগার ম্যাচে বছরের প্রথম এল ক্ল্যাসিকো খেলতে যাবে বার্সেলোনা। এলএফপি প্রেসিডেন্ট বলেন, ‘আমি এই স্টেডিয়ামে ম্যারাডোনা ও রোনালদিনহোর গোলে সমর্থকদের উল্লাস করতে দেখেছি। আর আমি মনে করি স্প্যানিশ জনগন মেসির গুরত্বকে মূল্যায়ন করে।’ তিনি আরো বলেন, ‘রিয়াল সমর্থকরা ফুটবলকে বোঝে এবং গ্যালারিতে তারা সবসময় ভদ্রতাসূলভ আচরণ করে। তারা অতীতে সেই দু’জনকে সম্মানিত করেছে। সুতরাং মেসির ক্ষেত্রে কেন করবে না? মেসি প্রত্যেকটি খেলায়ই সম্মান পাওয়ার যোগ্য। এখানে সে রেকর্ড ভাঙ্গতে না পারলে অন্য কোন স্টেডিয়ামে সেটি করবে। তবে তাকে সবখানেই সম্মান দেয়া উচিৎ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top