সকল মেনু

জলদস্যু মহসিন গ্রুপের ১ সদস্য আটক

 ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের ঘোষেরহাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ১টি ট্রলারে জলদস্যুদের হামলায় ট্রলার মালিকসহ ৫ জেলে আহত হয়েছেন। এ সময় জেলেরা লুৎফর রহমান (৩৫) নামে এক জলদস্যুকে আটক করেছে। শুক্রবার রাত ১টার দিকে তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। আটক জলদস্যু দৌলতখানের জয়নগর এলাকার আঃ রবের ছেলে। স্থানীয় সূত্র জানায়, আহমদপুর ইউনিয়নের ফরিদাবাদ ৭নং ওয়ার্ডের জাহাঙ্গীর কোম্পানি শুক্রবার বরিশাল আড়তে মাছ বিক্রি করে ট্রলারে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত ১টার দিকে ঘোষেরহাট সংলগ্ন তেঁতুলিয়ায় পৌঁছালে সশস্ত্র জলদস্যুরা ট্রলারে হানা দেয়। এ সময় জাহাঙ্গীর কোম্পনিসহ তার ট্রলারের জেলেরা তেঁতুলিয়া নদীতে থাকা অন্য কয়েকটি ট্রলারের সহায়তায় জলদস্যুদের ধাওয়া করেন। জলদস্যুরা জাহাঙ্গীর কোম্পানির ট্রলারের ৫ জেলেকে কুপিয়ে আহত করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় অন্য জেলেদের সহায়তায় জাহাঙ্গীর কোম্পানি (৬০), জেলে ইউনুছ মাতাব্বর (৬৫) ও ছালাহ উদ্দিনকে (৩৫) উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। জেলেরা জানিয়েছেন, আটক জলদস্যু লুৎফর রহমান বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর এলাকার জলদস্যু মহসিন গ্রুপের সক্রিয় সদস্য। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লুৎফর রহমান নামে এক জলদস্যুকে জেলেরা আটক করে নুরাবাদ ইউনিয়ন পরিষদে রেখেছে বলে শুনেছি। আটক জলদস্যুকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top