সকল মেনু

স্কুলছাত্রকে বুড়িচংয়ে গলা কেটে হত্যা

 উপজেলা করেসপন্ডেন্ট, চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার বুড়িচং উপজেলার পিহর এলাকায় নাজমুল হাসান (১৪) নামে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নাজমুল অটোরিকশা চালিয়ে নিজের পড়ালেখা ও সংসারের খরচ বহন করতো। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার ভোরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।  নাজমুল চান্দিনার মধ্যমতলা গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে। সে চান্দিনা উপজেলার গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, আর্থিক অনটনের কারণে নাজমুল প্রতিদিন ক্লাস শেষে অটোরিকশা চালিয়ে অর্থ উপার্জন করতো। সেই টাকায় লেখাপড়া ও সংসার চালাতো সে। শুক্রবার স্কুল বন্ধ থাকায় সকাল থেকেই অটোরিকশা চালাচ্ছিল নাজমুল। রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গোবিন্দপুর স্টেশন থেকে নাজমুল তার অটোরিকশায় তিন/চারজন যাত্রী নিয়ে বরুড়া বাজারের উদ্দেশে রওনা হয়। রাতে নাজমুল বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খুঁজতে শুরু করেন। এসময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে শনিবার ভোরে গোবিন্দপুর স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে চান্দিনার সীমান্তবর্তী পিহর এলাকায় স্থানীয় লোকজন এক কিশোরের গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। কিশোরের মৃতদেহ উদ্ধারের খবর শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মৃতদেহটি নাজমুলের বলে শনাক্ত করেন। বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ঈমাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। বেলা পৌনে ১১টার দিকে তিনি আরো জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top